Advertisment

ইন্টারনেট দুনিয়ায় ঝড় উঠবে, ব্রডব্যান্ড থেকে সম্পূর্ণ আলাদা Jio Air Fiber, আগামীকালই লঞ্চ

Jio Air Fiber একটি পোর্টেবল ডিভাইস যেটি অনায়াসেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio AirFiber, about Jio AirFiber, about Reliance Jio AirFiber, about RIL Jio AirFiber, How does Jio Air AirFiber work?, benefits of Jio AirFiber, know about Jio AirFiber, Jio AirFiber cost, jio airfiber, jio airfiber plans, jio airfiber price, jio airfiber 5g, jio airfiber launch date, jio airfiber buy, jio airfiber launch date in india, jio airfiber 5g price, jio airfiber availability, jio airfiber news"

Jio Air Fiber একটি পোর্টেবল ডিভাইস যেটি অনায়াসেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবেন।

আগামীকাল থেকে ইন্টারনেট দুনিয়ায় ঝড় উঠবে, Jio Air Fiber হবে ব্রডব্যান্ড থেকে সম্পূর্ণ আলাদা। এখন ব্রডব্যান্ড সংযোগ পেতে তারের ঝামেলায় যেতে হবে না। আগামীকাল ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিনে Jio এয়ার ফাইবার লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের মাধ্যমে আপনি 1Gbps পর্যন্ত ডেটা পেতে পারেন। Jio Air Fiber একটি পোর্টেবল ডিভাইস যেটি অনায়াসেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবেন।

Advertisment

রিলায়েন্স জিও ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারতে আনুষ্ঠানিকভাবে তার 4G পরিষেবা চালু করেছিল। জিও টেলিকম সেক্টরে এমন প্রভাব ফেলেছিল যে পুরো টেলিকম শিল্প বদলে যায়। সস্তায় ডেটা এবং বিনামূল্যে কলিং-এর মত গুচ্ছ সুবিধা ভোগ করতে শুরু করেন ইউজাররা। এবার আরও একটি বিস্ফোরণ ঘটাতে চলেছে Jio। এখন ইন্টারনেট জগতে আলোড়ন সৃষ্টি করতে চলছে Jio। আগামীকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর তার Jio Air Fiber লঞ্চ করতে চলেছে যা ব্রডব্যান্ডের বিশ্বকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে।

আপনি আপনার বাড়ি বা অফিসের জন্য ব্রডব্যান্ড ইনস্টল করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। Jio Air হবে ফাইবার ব্রডব্যান্ডের জগতে এমন একটি ডিভাইস যা ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ প্রদান করবে। এর মানে হল যে বর্তমানে, একটি ব্রডব্যান্ড সংযোগ পেতে, আপনাকে আপনার বাড়িতে তারের সংযোগ করতে হয়। তবে Jio এয়ার ফাইবার সংযোগের ক্ষেত্রে, আপনাকে কোনও ধরনের তারের সংযোগ নিতে হবে না।

কীভাবে তার ছাড়াই ইন্টারনেট পরিষেবার সুবিধা মিলবে? Jio Air Fiber-এ আপনি সিম ইনস্টল করার সুবিধা পাবেন। এতে আপনাকে 5G সিম পোর্ট দেওয়া হবে। ইন্টারনেটের গতি আপনার এলাকায় 5G পরিষেবার সংযোগের উপর নির্ভর করবে। Jio Air Fiber-এ ব্যবহারকারীরা 1.5Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পেতে পারেন।

Jio Air Fiber-এর ৪৬ তম AGM বৈঠকে তথ্য দেওয়ার সময়, রিলায়েন্স বলেছিল যে এই ডিভাইসের মাধ্যমে কোম্পানি ২০ কোটি বাড়িতে ইন্টারনেট সুবিধা দেবে। কোম্পানির মতে, Jio Air Fiber ইন্টারনেট জগতে নতুন বিপ্লব আনতে চলেছে। দাম নিয়ে কোম্পানির পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি তবে টেক বিশেষজ্ঞরা ধারণা করছেন বাজারে Jio Air Fiber ৫-৬ হাজার টাকার মধ্যে মিলবে।

jio
Advertisment