আপনি যদি ঘরে বসে ইন্টারনেট পরিষেবা এবং বিনোদনের জন্য ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে Jio AirFiber আপনার জন্য নিয়ে এসেছে দারুণ সব অফার। Jio AirFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটির দাম মাত্র 599 টাকা। শুধু তাই নয়, জিও তার সকল শ্রেণির ইউজারদের কথা মাথায় রেখে তার বিভিন্ন প্ল্যান অফার করে। Jio AirFiber-এর জন্য তিনটি প্ল্যান আনা হয়েছে।
আপনি যদি আপনার বাড়ি বা অফিসের জন্য ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবার সন্ধান করে থাকেন তাহলে Jio আপনার জন্য নিয়ে এসেছে AirFiber পরিষেবা।
Jio AirFiber-এর মাধ্যমে গ্রাহকরা টিভি চ্যানেল, OTT প্ল্যাটফর্ম এবং WiFi-এর সুবিধা পাবেন৷ Jio AirFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 600 টাকারও কম।
Jio AirFiber প্ল্যানের দাম 599 টাকা থেকে শুরু।
599 টাকার Jio AirFiber প্ল্যান-
Jio AirFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি 599 টাকায় পাওয়া যাচ্ছে।
প্ল্যানটি 30 এমবিপিএস স্পিডে 1000 জিবি ডেটা অফার করে।
এই প্ল্যানটির বৈধতা ৩০ দিন।
এই প্ল্যানে গ্রাহকদের 550+ টিভি চ্যানেলের সুবিধা পাবেন। Jio AirFiber-এর এই প্ল্যানে 13টি OTT প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যাচ্ছে।
Jio AirFiber প্ল্যান 899 টাকার
Jio AirFiber-এর দ্বিতীয় প্ল্যানটির দাম মাত্র 899 টাকা।
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 100 Mbps পর্যন্ত স্পিড সহ 1000 GB ডেটা। এই প্ল্যানটির বৈধতাও ৩০দিন। এই প্ল্যানে গ্রাহকরা 550+ টিভি চ্যানেলের পাশাপাশি 13টি OTT প্ল্যাটফর্মের সুবিধাও পাবেন।
1199 টাকার Jio AirFiber প্ল্যান
Jio AirFiber-এর তৃতীয় প্ল্যানটি হল 1199 টাকার প্ল্যান। প্ল্যানটিতে 100Mbps পর্যন্ত স্পিড সহ 1000 GB ডেটার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই প্ল্যানটির বৈধতাও ৩০ দিন। এই প্ল্যানেও গ্রাহকদের 550+ টিভি চ্যানেলের পাশাপাশি 15টি OTT প্ল্যাটফর্মের সুবিধা পাবেন গ্রাহকরা।
এই প্ল্যানে কোম্পানি Netflix-Basic এবং Amazon Prime-এর সুবিধা দিচ্ছে। এই প্ল্যানগুলির দামের সঙ্গে আলাদাভাবে জিএসটি চার্জ করা হয়।
জিও এয়ারফাইবার পরিষেবার নতুন এবং বিদ্যমান ব্যবহারকারীদের ৬০ দিনের জন্য বিনামূল্যে তিনগুণ ইন্টারনেট গতি দিচ্ছে টেলিকম কোম্পানি। এই বিশেষ অফারটি আসন্ন IPL 2024-এর ঠিক আগে ঘোষণা করেছে সংস্থা। এই প্ল্যানে JioCinema-এ বিনামূল্যে স্ট্রিম করা হবে।
Jio AirFiber ব্যবহারকারীরা বিনামূল্যে তিনগুণ বেশি ইন্টারনেট স্পিড পাবেন। জিও এয়ারফাইবার প্লাস সমস্ত জিও এয়ারফাইবার ব্যবহারকারীদের তিনগুণ বেশি ইন্টারনেট স্পিড অফার করবে। এই অফারটি ১৬ মার্চ থেকে ৬০ দিনের জন্য বৈধ ।