Advertisment

ইন্টারনেটের দুনিয়া কাঁপানোর তোড়জোড়! Jio AirFiber- বিরাট ঘোষণা মুকেশ আম্বানির

Jio True 5G দেশের ৯৬ শতাংশ শহরে ইতিমধ্যেই পৌঁছেছে ঘোষণা মুকেশ আম্বানির।

author-image
IE Bangla Tech Desk
New Update
Reliance Industries AGM 2023, Reliance Industries AGM 2023 Live updates, Reliance Industries AGM 2023 LIVE, Reliance AGM 2023 Live, Reliance AGM 2023 key announcements, Reliance AGM 2023 start time, Reliance AGM 2023 where to watch, Reliance AGM 2023 analysis, Reliance AGM 2023 highlights, Reliance AGM LIVE, Reliance AGM live updates

টেলিকমের পর এখন ইন্টারনেটের দুনিয়া কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন মুকেশ আম্বানি

টেলিকমের পর এখন ইন্টারনেটের দুনিয়া কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন মুকেশ আম্বানি, জিও এয়ারফাইবার ১৯ সেপ্টেম্বর চালু হবে, বিরাট ঘোষণা মুকেশ আম্বানির।

Advertisment

Jio AirFiber Reliance Industries Limited (RIL) এর বৈঠকে মুকেশ আম্বানি ঘোষণা করেছেন Jio AirFiber গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর চালু হবে। তিনি বলেছিলেন যে Jio Air Fiber 5G নেটওয়ার্ক এবং সেরা ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে বাড়ি এবং অফিসগুলিতে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করবে। তিনি আরও বলেছেন জিও-এর ব্যবহার আগের থেকে অনেকটাই বেড়েছে সেকথা মাথায় রেখেই কোম্পানি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (এফডাব্লুএ) ডিভাইস লঞ্চ করবে। খুচরা গ্রাহকদের জন্য মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

Reliance Jio সোমবার সারা দেশে Jio Airfiber লঞ্চের তারিখ ঘোষণা করেছে। গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি AGM (RIL 46th AGM 2023) এ ঘোষণা করেছেন যে Jio Airfiber গণেশ চতুর্থীতে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ২০২৩-এ দেশব্যাপী চালু হবে। এটি গ্রাহকদের হাই স্পিড ইন্টারনেট প্রদান করবে।

আম্বানি বলেছিলেন যে আজ, ভারতে ওয়ার্কিং সেক্টরে মোট 5G পরিষেবার প্রায় ৮৫ শতাংশ Jio-এর। ডিসেম্বরের মধ্যে আমাদের প্রায় ১ মিলিয়নের বেশি 5G পরিষেবা চালু হবে। জিও ফাইবার সম্পর্কে আম্বানি বলেছিলেন যে এটির ১০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। Jio Fiber ব্যবহারকারীরা প্রতি মাসে ২৮০ GB ডেটা ব্যবহার করছেন। Jio Fiber এর তার ১.৫ মিলিয়ন কিলোমিটারে পৌঁছেছে। প্রতিদিন ১৫০ জন গ্রাহক Jio Fiber-এ যুক্ত হচ্ছেন।

Jio অপটিক্যাল ফাইবার পরিষেবা ১ কোটিরও বেশি বাড়ি এবং অফিসে ব্যবহৃত হচ্ছে। মুকেশ আম্বানি Jio Air Fiber-এর উপলব্ধতার কথাও ঘোষণা করেছেন। জিও এয়ার ফাইবার লঞ্চ হবে গণেশ চতুর্থীর দিন। এতে প্রতিদিন ১.৫ লাখ নতুন গ্রাহক যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। মুকেশ আম্বানি বলেছেন যে Jio True 5G দেশের ৯৬ শতাংশ শহরে পৌঁছেছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সব এলাকায় পৌঁছে যাবে।

jio
Advertisment