Jio Vs Airtel Vs BSNL: ৬০ দিনের বৈধতার সেরা ৫ রিচার্জ প্ল্যান, জিও বনাম এয়ারটেল বনাম বিএসএনএল, নিজের জন্য বাছুন সেরাটি

Top-5 Recharge Plans: সস্তায় দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন? জিও, এয়ারটেল এবং বিএসএনএল এনেছে ৬০ দিনের একাধিক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান।

Top-5 Recharge Plans: সস্তায় দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন? জিও, এয়ারটেল এবং বিএসএনএল এনেছে ৬০ দিনের একাধিক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

৬০ দিনের বৈধতার সেরা ৫ রিচার্জ প্ল্যান, জিও বনাম এয়ারটেল বনাম বিএসএনএল, নিজের জন্য বাছুন সেরাটি

60 Days Vailidity Recharge Plans: সস্তায় দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন?  জিও, এয়ারটেল এবং বিএসএনএল এনেছে ৬০ দিনের একাধিক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান। সব কটি প্ল্যানে আপনি পাবেন দু মাসের জন্য ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস-এর সুবিধা। দাম শুরু হচ্ছে মাত্র ৩৪৫ টাকা থেকে। দেখে নিন কোন প্ল্যান সবচেয়ে সস্তা আর কোনটিতে মিলবে বেশি সুবিধা।

Advertisment

আরও পড়ুন-BSNL 4G-এর ৫টি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান, সুবিধা জেনে অবাক হবেন

BSNL-এর ৩৪৫ টাকার প্ল্যান
বাজেটের মধ্যে এই প্ল্যানে পেয়ে যান  ৬০ দিনের মেয়াদ। প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যান। হিসেব করে দেখলে প্রতিদিন খরচ মাত্র ৫.৭৫ টাকা। যারা ঘন ঘন রিচার্জ করতে চান না, তাদের জন্য এই প্ল্যান যথেষ্ট লাভজনক।

Advertisment

BSNL-এর ৩৪৭ টাকার প্ল্যান
মাত্র ৩৪৭ টাকায় মিলছে ৫৬ দিনের বৈধতা। প্রতিদিন ২ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস-এর সুবিধা। যারা কম খরচে অধিক ডেটা চান তাদের জন্য এই প্ল্যানটি একটি সেরা বিকল্প।

জিওর ৫৭৯ টাকার প্ল্যান
৫৬ দিনের মেয়াদের এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ডেটার সুবিধা। শুধু তাই নয়, ফ্রি অ্যাক্সেস মিলবে জিওটিভি, জিওসিনেমা ও জিওক্লাউড-এর মতো অ্যাপে। প্রতিদিনের খরচ পড়ছে প্রায় ১০।

এয়ারটেলের ৬১৯ টাকার প্ল্যান
৬০ দিনের বৈধতায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস দেওয়া হচ্ছে। নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো অপশন।

এয়ারটেলের ৬৪৯ টাকার প্ল্যান
৫৬ দিনের এই প্যাকে রয়েছে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস। অনলাইন ক্লাস, গেমিং ও OTT প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য এই প্ল্যানটি কিন্তু একেবারে আইডিয়াল।  

আরও পড়ুন- ইউটিউবে ১০ লক্ষ ভিউয়ে কত আয় হয়? সম্পূর্ণ হিসাব জানুন

airtel bsnl jio