Advertisment

jio 5g smartphone: বাজারে বিল্পব আনতে চলেছে Jio? ঘরে ঘরে 5g পরিষেবা পৌঁছে দিতে জলের দামে স্মার্টফোন লঞ্চ!

ভারতে সবচেয়ে সস্তা 4G স্মার্টফোনের পর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করবে Jio

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio 5G, Jio 5G Smartphone, Reliance Jio, Qualcomm, Reliance Jio and Qualcomm partnership, 5G smartphones, Jio 5G smartphones,

আপনি যদি Jio-এর একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চমকে দেওয়ার মত রিচার্জ প্ল্যান।

জলের দামে 5G স্মার্টফোন বাজারে আনতে চলেছে Reliance Jio? রিপোর্ট অনুসারে জানা গিয়েছে শীঘ্রই ভারতের বাজারে ১০ হাজারের কম দামে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে জিও। যার ফলে 5G পরিষেবার ক্ষেত্রে বিল্পব আসবে বলেই টেক বিশেষজ্ঞদের ধারণা। এর জন্য জিও কোয়ালকমের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছে।

Advertisment

ভারতে সবচেয়ে সস্তা 4G স্মার্টফোনের পর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করবে Jio। রিলায়েন্স জিও এর জন্য আমেরিকান চিপমেকার কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়েছে। রিলায়েন্স জিওর এই সাশ্রয়ীমূল্যের 5G স্মার্টফোনটি চলতি বছর আগস্টে লঞ্চ হতে পারে।

Reliance Jio-এর এই সস্তা 5G স্মার্টফোন নিয়ে ইতিমধ্যেই অনেক রিপোর্ট সামনে এসেছে। এই সস্তা 5G স্মার্টফোনের মাধ্যমে, Jio কোটি কোটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে যারা এখনও 2G ফিচার ফোন ব্যবহার করছেন।

রিপোর্ট অনুসারে, Jio এই সস্তা 5G স্মার্টফোনের জন্য চিপমেকার Qualcomm-এর সঙ্গে হাত মিলিয়েছে। Qualcomm-এর তরফে এক আধিকারিক বলেছেন, Jio-এর এই সাশ্রয়ী 5G স্মার্টফোন ব্যবহারকারীদের 2G থেকে 5G-তে পরিবর্তন করতে আকৃষ্ট করবে। রিলায়েন্স জিও 2022 সালের অক্টোবরে তার 5G পরিষেবা চালু করেছে।

Jio-এর এই 5G স্মার্টফোনটির দাম হতে পারে $99 অর্থাৎ প্রায় 8,000 টাকা। বর্তমান সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনটির দাম 9,999 টাকা। Jio-এর 4G স্মার্টফোনের মতো, এই 5G স্মার্টফোনটিও বিশেষত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যারা স্মার্টফোনের যুগেও বেসিক ফিচার ফোন ব্যবহার করেন।

রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটি কোয়ালকম প্রসেসরে চলবে। কোয়ালকম ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর সঙ্গে একসঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছে। এই নতুন স্মার্টফোনের সাশ্রয়ী মূল্যের ফলে মানুষের 5G প্রযুক্তি গ্রহণ করা অনেকটাই সহজ হবে।

জানা গিয়েছে ভারতে শীঘ্রই একটি নতুন 5G স্মার্টফোন আসতে চলেছে। এই ফোনটি Qualcomm এর লেটেস্ট চিপসেটের সঙ্গে লঞ্চ হবে এই স্মার্টফোন। Qualcomm-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, এই ফোনটি বিশেষভাবে ভারতীয় বাজারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যাতে লোকেরা সহজেই 4G থেকে 5G-তে আপগ্রেড করতে পারে।

Qualcomm কর্মকর্তারা বলছেন যে তাদের নতুন সস্তার চিপসেটের জন্য ভারতের কোটি কোটি 2G ব্যবহারকারী সরাসরি 5G স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। যা মোবাইল বাজারে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। কোয়ালকম ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাভি সোইন জোর দিয়ে বলেন, সাশ্রয়ী মূল্যের 5G ডিভাইসগুলিকে সফল করতে Jio-এর মতো সংস্থার সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ।

5G smartPhone jio
Advertisment