/indian-express-bangla/media/media_files/2025/09/04/jio-broadband-2025-09-04-11-44-17.jpg)
৯ বছর পূর্তি উপলক্ষে বিরাট চমক jio-এর
Jio 9th Anniversary: ৯ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য বড় চমক এনেছে jio। বিশেষ এই মুহূর্ত উপলক্ষ্যে সংস্থা নিয়ে এসেছে একাধিক নতুন অফার ও বিশেষ রিচার্জ প্ল্যান। জিও জানিয়েছে, সংস্থার গ্রাহক সংখ্যা ইতিমধ্যেই ৫০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। এর পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বর জিও তাদের নবম বর্ষপূর্তি উদযাপন করবে। এই বিশেষ মুহূর্তকে কেন্দ্র করেই বাজারে আনা হয়েছে সাশ্রয়ী দামে নানা সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান।
জিওর নতুন ৩৪৯ টাকার সেলিব্রেশন প্ল্যান-এ গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ৫জি ডেটা। এর সঙ্গে থাকছে বিশেষ বেনিফিট— জিওহটস্টার ও জিওসাভন প্রো-র এক মাস ফ্রি সাবস্ক্রিপশন, জোমাটো গোল্ডের তিন মাসের ফ্রি মেম্বারশিপ, নেটমেডস ফার্স্টের ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন, রিলায়েন্স ডিজিটালে ১০০% ক্যাশব্যাক, আজিও ফ্যাশনের এক্সক্লুসিভ ডিল ও ইজমাইট্রিপের ট্রাভেল বেনিফিট। এর পাশাপাশি গ্রাহকরা জিওহোম পরিষেবার দুই মাসের ফ্রি ট্রায়ালও পাবেন। কোম্পানির দাবি, এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা মোট ৩,০০০ টাকা মূল্যের সুবিধা উপভোগ করতে পারবেন।
এছাড়াও, শুধুমাত্র প্রিপেড নয়, দীর্ঘমেয়াদি প্ল্যানের ব্যবহারকারী এবং পোস্টপেইড গ্রাহকরাও এই অফারের সুবিধা পাবেন। আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জিও বর্ষপূর্তি উইকেন্ডে সমস্ত ৫জি স্মার্টফোন ব্যবহারকারী বিনামূল্যে আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করতে পারবেন। অন্যদিকে, ৪জি ব্যবহারকারীরা মাত্র ৩৯ টাকার ডেটা অ্যাড-অন রিচার্জ করলে প্রতিদিন ৩ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা পাবেন।
শুধু মোবাইল পরিষেবা নয়, জিওহোম গ্রাহকদের জন্যও এসেছে বিশেষ অফার। ৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১,২০০ টাকায় (জিএসটি বাদে) দুই মাসের ব্রডব্যান্ড কানেকশন পাওয়া যাবে। এর মধ্যে থাকছে ৩০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট, ১,০০০-রও বেশি টিভি চ্যানেল, ১২টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন, ওয়াই-ফাই ৬ রাউটার এবং ৪কে সেট-টপ বক্স। পাশাপাশি গ্রাহকরা পাবেন অ্যামাজন প্রাইম লাইটের দুই মাসের ফ্রি সাবস্ক্রিপশন এবং জিও ফাইন্যান্সের মাধ্যমে ডিজিটাল সোনা কেনার ক্ষেত্রে অতিরিক্ত ২% সুবিধা। সংস্থার দাবি, এই বার্ষিকী অফার গ্রাহকদের সংযোগ ও বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং প্রতিযোগীদের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।