Advertisment

jio cheapest Recharge Plan: jio-কে টেক্কা দিতে গিয়ে হাঁপিয়ে গেল BSNL, ধামাকা প্ল্যানে ফের জিতে নিল সেরার মুকুট

jio cheapest Recharge Plan: জিও ভারতের নম্বর ওয়ান টেলিকম কোম্পানি। জিও সম্প্রতি ৫.৫জি পরিষেবা চালু করেছে। jio-এর দুর্দান্ত এই প্ল্যানে পান ৫০০ জিবি ডেটা, আনলিমিটেড কল, ২০০ দিনের জন্য বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন!

author-image
IE Bangla Tech Desk
New Update
jio....

jio-কে টেক্কা দিতে গিয়ে হাঁপিয়ে গেল BSNL, ধামাকা প্ল্যানে ফের জিতে নিল সেরার মুকুট

jio cheapest Recharge Plan: জিওর অসাধারণ প্ল্যানে পান ৫০০ জিবি ডেটা, আনলিমিটেড কল, ২০০ দিনের জন্য বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন! 

Advertisment

জিও ভারতের নম্বর ওয়ান টেলিকম কোম্পানি। জিও সম্প্রতি ৫.৫জি পরিষেবা চালু করেছে। কোম্পানির ট্যারিফ প্ল্যানগুলিও ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। রিলায়েন্স এখনও এয়ারটেল, ভিআই-এর মতো অপারেটরদের তুলনায় খুব সাশ্রয়ী মূল্যে কিছু প্ল্যান গ্রাহকদের অফার করছে। আজকের এই প্রতিবেদনে জিওর এমনই একটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যেটা একদিনে আপনার পকেট বাঁচাবে। পাশাপাশি সুবিধার দিক থেকে অন্যান্য সকল কোম্পানিকে ছাড়িয়ে যাবে।

জিও সম্প্রতি তাদের প্রিপেইড পোর্টফোলিওতে বেশ কয়েকটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এর মধ্যে এমন একটি প্ল্যানও রয়েছে যা দীর্ঘ মেয়াদের পাশাপাসি অধিক ডেটার প্রদান করে।  কোম্পানি গ্রাহকদের জন্য ২০২৫ টাকার একটি প্ল্যান চালু করেছে। এতে ব্যবহারকারী ২০০ দিনের মেয়াদ পাবেন। অর্থাৎ, এই প্ল্যানে আপনি মোটামুটি ৭ মাসের মেয়াদ পাবেন। এটি MyJio অ্যাপ অথবা Jio অফিসিয়াল ওয়েবসাইট রিচার্জ করতে পারবেন। 

এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের মাধ্যমে কোম্পানি মোট ৫০০ জিবি ডেটা দিচ্ছে। জিও প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা রয়েছে। এর মানে হল এর মাধ্যমে সীমাহীন ভয়েস কল করা যাবে, যাতে আপনি আপনার প্রিয়জনের সাথে যত খুশি কথা বলতে পারেন। এর সাথে, প্রতিদিন ১০০টি SMSও বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের আরেকটি বিশেষ দিক হল এটি ট্রু 5G ডেটা প্রদান করে। অর্থাৎ যদি আপনার এলাকায় 5G পরিষেবা পাওয়া যায়, তাহলে আপনি এই প্ল্যানের মাধ্যমে 200 দিনের জন্য সুপারফাস্ট 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

Advertisment

জিওর সস্তা রিচার্জ প্ল্যানে পান জিওটিভি, জিওসিনেমা,  জিওক্লাউডের মতো অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও । প্ল্যান সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত জানতে পারেন।

jio
Advertisment