Jio New Electric Cycle: বিরাট মাইলেজ, দুর্দান্ত ডিজাইন, আর্কষণীয় ফিচার্স! বাজারে দাপিয়ে বেড়াবে jio ই-সাইকেল

Jio New Electric Cycle: ইলেকট্রিক স্কুটি-সাইকেলের চাহিদা এখন আকাশছোঁয়া। এবার ভারতের বাজারে আসতে চলেছে জিওর নতুন বৈদ্যুতিক সাইকেল? রিপোর্ট ঘিরে জোর জল্পনা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio New Electric Cycle:

বিরাট মাইলেজ, দুর্দান্ত ডিজাইন, আর্কষণীয় ফিচার্স! বাজারে দাপিয়ে বেড়াবে jio ই-সাইকেল

Jio New Electric Cycle: ইলেকট্রিক স্কুটি-সাইকেলের চাহিদা এখন আকাশছোঁয়া। এবার ভারতের বাজারে আসতে চলেছে জিওর নতুন বৈদ্যুতিক সাইকেল? রিপোর্ট ঘিরে জোর জল্পনা। জিও'র এই নতুন ই-সাইকেলে দাম কত হবে, একবার চার্জে কত কিলোমিটার চলবে? চলুন জেনে নেওয়া যাক।

Advertisment

আপনি যদি একটি সস্তা এবং শক্তিশালী বৈদ্যুতিক সাইকেল কেনার কথা ভেবে থাকেন তাহলে আজ আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। জিও সম্প্রতি ভারতীয় বাজারে তাদের নতুন বৈদ্যুতিক সাইকেল লঞ্চ করতে চলেছে। ব্যাটারি চালিত জিও ইলেকট্রিক সাইকেলটি প্রতিদিনের স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য একটি চমৎকার বিকল্প হতে চলেছে।

জিও নিয়ে আসতে চলেছে নতুন বৈদ্যুতিক সাইকেল। যাতে মিলবে সিঙ্গেল চার্জে মিলবে ৮০ কিলোমিটার পর্যন্ত দুর্দান্ত মাইলেজ। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে জিওর বৈদ্যুতিক সাইকেলে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটি মাত্র চার ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে

একবার সম্পূর্ণ চার্জ দিলে, সাইকেলটি ৮০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে বলেই দাবি। এই ই-সাইকেলের মাইলেজ এবং রেঞ্জ দুটোই দারুণ। 

Advertisment

পৃথিবীকে গিলে খেতে ধেয়ে আসছে বিরাট এক গ্রহাণু, প্রবল সংঘর্ষে ধ্বংস হবে মুম্বই, কলকাতা? চূড়ান্ত চাঞ্চল্য

সাইকেলটিতে ব্লুটুথ সংযোগ, ডুয়াল ডিস্ক ব্রেক এবং শক্তিশালী ফ্রেমের মতো দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার। সাইকেলটি পড়ুয়া, ডেলিভারি বয় এবং কাছাকাছি এলাকায় কর্মরতদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

সাইকেলের দাম প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা হতে পারে। বিশেষ বিষয় হল এটি জিওর অফিসিয়াল স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকেও কেনা যাবে। তাছাড়া, গ্রাহকরা মাত্র ৯০০ টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে এটি বুক করতে পারবেন এবং বুকিং অনলাইনে এবং নিকটতম জিও ডিলারশিপে পাওয়া যাবে।

jio Electric Vehicle