রিচার্জ করুন আপনি, সুবিধা পাবেন গোটা পরিবার, দুর্দান্ত অফারে বাজিমাত jio-এর

জিও আবারও তার গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত ফ্যামিলি প্ল্যান। নতুন এই প্ল্যানে এক রিচার্জের মাধ্যমেই পরিবারের তিনজন সদস্য সুবিধা নিতে পারবেন।

জিও আবারও তার গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত ফ্যামিলি প্ল্যান। নতুন এই প্ল্যানে এক রিচার্জের মাধ্যমেই পরিবারের তিনজন সদস্য সুবিধা নিতে পারবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
io Recharge Plan with OTT  Jio Free Hotstar & Prime Membership  Amazon Prime free with Jio  Jio Annual Recharge Offer  Jio Free OTT Bundle Plan  Jio 1 year subscription offer  Hotstar free with Jio recharge

জিও আবারও তার গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত ফ্যামিলি প্ল্যান।

জিও আবারও তার গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান। নতুন এই প্ল্যানে এক রিচার্জের মাধ্যমেই পরিবারের তিনজন সদস্য সুবিধা নিতে পারবেন। মাত্র ৭৪৯ টাকায় ব্যবহারকারীরা পাচ্ছেন ৭৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন। ফলে ডেটা ও কলিংয়ের পাশাপাশি বিনোদনের মজাও উপভোগ করা যাবে একই সঙ্গে। 

Advertisment

Facebook Earning Tips: ৫ হাজার ভিউয়ে কত টাকা দেয় ফেসবুক? জানলে দেরি না করে আজ থেকেই ভিডিও বানাবেন!

এই প্ল্যানের বেস প্রাইস রাখা হয়েছে ৪৪৯ টাকা,মূলত একজন ব্যবহারকারীর জন্য নির্ধারিত। তবে এতে ফ্যামিলি অ্যাড-অন ফিচার রয়েছে, যার মাধ্যমে প্রাথমিক ব্যবহারকারীর সাথে আরও দুজন সদস্য যোগ করা সম্ভব। প্রতিটি অ্যাড-অন সদস্যের জন্য খরচ মাত্র ১৫০ টাকা। অর্থাৎ, তিনজন মিলে ৭৪৯ টাকার বিনিময়ে পুরো ফ্যামিলি সুবিধা পাবেন।

Advertisment

জিও জানিয়েছে, এই ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান শুধুমাত্র খরচে সাশ্রয়ী নয়, বরং ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতাও দেবে। গ্রাহকরা অনায়াসে যেকোনো নেটওয়ার্কে সীমাহীন কল করতে পারবেন এবং পর্যাপ্ত ডেটা থাকার ফলে স্ট্রিমিং, গেমিং কিংবা কাজ—সব কিছুই সহজে সম্পন্ন করা সম্ভব হবে।

YouTube Earnings: YouTube ভিডিওতে 100k ভিউ! জানেন কত টাকা কামাবেন? সরকারি চাকরিও ফেল

জিও বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, জিও এই প্ল্যানের সাথে বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশনও দিচ্ছে। ফলে যারা পরিবারের জন্য একটি কম খরচে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন তাদের জন্য জিও-এর এই রিচার্জ প্ল্যান হতে পারে সেরা বিকল্প।  

jio