জিও-র তরফে আরও এক উপহার। গত মাসে মুম্বই-এর বার্ষিক বৈঠকে জিও গিগাফাইবার নামে fiber to the home (FTTH) ব্রডব্যান্ড পরিষেবার কথা ঘোষণা করেছে জিও। কোম্পানীর তরফে জানানো হয়েছে প্রায় ১,১০০টি শহরের বাড়ি এবং অফিসে এই পরিষেবা বিস্তারের কথা ভাবছে তাঁরা।
২০১৬-র থেকে ট্রায়াল পিরিয়ডে কাজ চলছিল জিও গিগাফাইবারের। ১০০ Mbps স্পিডে ৯০ দিনের জন্য ১০০ জিবি ডেটা দেবে এই ব্রডব্যান্ড কানেকশন।
দেখে নিন এই ব্রডব্যান্ড কানেকশন পেতে আপনাকে কী করতে হবে।
স্টেপ ১: লগ ইন করুন https://gigafiber.jio.com
স্টেপ ২: জিও ফাইবার-এর অ্যাড্রেস চাইবে। ম্যাপে খুঁজে নিয়ে সিলেক্ট করতে পারেন বা ম্যানুয়ালিও লোকেশন সার্চ করতে পারেন।
স্টেপ ৩: ঠিকানা নতিভূক্ত করার পরই প্রয়োজনীয় সমস্ত তথ্য শেয়ার করতে পরবর্তী পর্যায়ে পৌঁছাতে পারবেন।
স্টেপ ৪: এবার আপনার পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এন্টার করুন। এর জন্য আপনাকে জিওর গ্রাহক হতে হবে না। শর্তাবলী দেখতে নিচের দেওয়া বক্সে ক্লিক করুন।
স্টেপ ৫: যেই এলাকার নাম দিয়েছেন সেটার ধরন কী তা নতিভূক্ত করুন। যেমন আপনার ঠিকানাটি কোনও অ্যাপার্টমেন্ট, নাকি টাউনশিপের সেটা জানান। এরপর ফোনে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করুন।
স্টেপ ৬: আপনি একাধিক ঠিকানা যোগ করতে পারেন। এ ক্ষেত্রে ঠিকানা দেওয়ার সময় জিও-ই আপনাকে জিজ্ঞেস করবে আপনি আরও ঠিকানা যোগ করতে চাইছেন কিনা। এবার “proceed” অপশনে ক্লিক করুন।
জিও-র দাবি এই জিও গিগাফাইবার সংযোগটি সরাসরি আপনার বাড়িতে আসবে। অন্যান্য নেট কানেকশনের মতো ডেটার গতি কমিয়ে দেবে না। FTTH বসানোর পরই সহজেই পাবেন কানেকশন। জিও গিগাফাইবার ব্রডব্যান্ড সার্ভিস নিতে গ্রাহকদের সিকিউরিটি মানি হিসেবে ৪৫০০টাকা দিতে হবে কোম্পানীকে। তবে পুরোটাই ফেরৎ যোগ্য। গিগাফাইবার ব্রডব্যান্ড সার্ভিস ছেড়ে দেওয়ার সময় গ্রাহকদের পুরো টাকাটাই ফেরৎ দেবে জিও। তবে অবশ্যই, ডিভাইসটি কাজ করার অবস্থায় থাকতে হবে।