Advertisment

JioGigaFiber, ৬০০ টাকায় কত কী!

একবার রিচার্জে একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে ইন্টারনেট। জানা যাচ্ছে, ১০০০ টাকায় রিচার্জ করলে সেই সুবিধা পেতে পারেন ৪০ টি ডিভাইসে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত বছর ৫ জুলাই মুম্বইয়ে রিলায়েন্স জিওর বার্ষিক সাধারণ সভায় কোম্পানি জানায়, ভারতের ইন্টারনেট নিয়ে আসছে JioGigaFiber ব্রডব্যান্ড পরিষেবা। ভারতের ১১০০ টি শহরে পাওয়া যাবে এই পরিষেবা। মুকেশ আম্বানি দাবি করেছেন তারাই প্রথম ফাইবারের তৈরি ব্রডব্যান্ড কানেক্টিভিটি নিয়ে আসছে। জানা যাচ্ছে, এর জন্য মাসিক খরচ দিতে হতে পারে ৬০০ টাকা। যার অধীনে ব্রডব্যান্ড পরিষেবার পাশাপাশি পেয়ে যাবেন ল্যান্ডলাইন এবং টেলিভিশন সার্ভিস।

Advertisment

আরও পড়ুন: আধার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

এখনও পরীক্ষানিরীক্ষার অধীনে JioGigaFiber। এই মূহুর্তে নিউ দিল্লী এবং মুম্বইয়ে পাওয়া যাচ্ছে পরিষেবা। ১০০ এমবিপিএস ডাউনলোড স্পিডে ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। তবে প্রথমে এক সময় আমানত হিসাবে ৪,৫০০ টাকা রাউটারের জন্য জমা দিতে হবে।

পরবর্তী তিন মাসের মধ্যে ব্যবহার করতে পারবেন JioGigaFiber। শুরুতে সেই একই নিয়ম। প্রথম একবছর ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আনলিমিটেড কলিং, ইন্টারনেট, টেলিভিশন পরিষেবা পাওয়া যাবে JioGigaFiber মাধ্যমে। একবার রিচার্জে একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে ইন্টারনেট। জানা যাচ্ছে, ১০০০ টাকায় রিচার্জ করলে সেই সুবিধা পেতে পারেন ৪০ টি ডিভাইসে।

Read the full story in English

reliance jio
Advertisment