Jio IPL plan Recharge Plan: শুরু হয়ে গিয়েছে আইপিএলের মরশুম। প্রত্যেকবারের মতো এবারেও আইপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে। সেই উত্তেজনায় সুড়সুড়ি দিতে আরও এক ধাপ এগিয়ে গেল রিলায়েন্স জিও। কর্মব্যস্ত জীবনে টেলিভিশনে চোখ রাখা সবসময় সম্ভব নয়। তাই কাজের ফাঁকে মুঠোফোনে আইপিএলের মজা উপভোগ করতে জিও নিয়ে এল স্পেশাল রিচার্জ প্ল্যান। ৯০ দিনের জন্য জিও হটস্টার সম্পূর্ণ বিনামূল্যে দেখার দুর্দান্ত সুযোগ। জিও ব্যবহারকারীরা এবার হাতে থাকা স্মার্টফোনেই আইপিএল ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
২০২৫-এর আইপিএল জন্য জিও-এর নতুন প্ল্যান ২৯৯ টাকা। এই প্ল্যানটি ক্রিকেট প্রেমীদের জন্য যারা অতিরিক্ত সাবস্ক্রিপশন চার্জ ছাড়াই আইপিএল দেখতে পারবে। এই প্ল্যানের সুবিধা গুলো কী কী? কতদিন এই প্ল্যানের বৈধতা থাকবে? এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। ব্যবহারকারীরা এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এই প্ল্যানে ভারতের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। সঙ্গে বিনামূল্যে ন্যাশান্যাল রোমিং সহ ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএসেরও সুবিধা পাবেন। দোসর JioTV এবং JioCloud অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস।
জিও-র আরও একটি স্পেশাল রিচার্জ প্ল্যান রয়েছে। যার দাম ৩৪৯ টাকা। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। ইউজাররা পাবেন দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধার সঙ্গে রয়েছে ২৮ দিনের জন্য প্রতিদিন ১০০টি এসএমএস করার সুবিধাও। এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে Jio Hotstar সাবস্ক্রিপশন রয়েছে। যার সঙ্গে তিন মাস অর্থাৎ ৯০ দিনের জন্য JioCinema, JioTV এবং JioCloud-এর অ্যাপগুলো ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
আরও একটি প্ল্যান ৮৯৯ টাকার। ওটির মেয়াদও ৯০ দিনের। প্রতিদিন ২ জিবি ডেটা, সাথে অতিরিক্ত ২০ জিবি ডেটা পাওয়া যাবে। এটি অনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা পাোয়া যাবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। ৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশন, JioCinema, JioTV এবং JioCloud অ্যাক্সেস রয়েছে।
এই রিচার্জ প্ল্যানগুলোতে Jio ব্যবহারকারীরা অতিরিক্ত সাবস্ক্রিপশন খরচের চিন্তা ছাড়াই নির্বিঘ্নে আইপিএল উপভোগ করতে পারবেন। যেকোনো যোগ্য প্ল্যানের মাধ্যমে রিচার্জ করার পর, ব্যবহারকারীরা তাদের Jio মোবাইল নম্বর দিয়ে JioHotstar অ্যাপে লগ ইন করে তাদের বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন সক্রিয় করতে পারবেন।