Advertisment

Jio Best Recharge Plan: BSNL-র দাপটে ঘুম উড়ল jio-র, তড়িঘড়ি ফেরাল জনপ্রিয় এই রিচার্জ প্ল্যান

সস্তার প্ল্যানে এবার BSNL-কে বিরাট টক্কর দিল jio

author-image
IE Bangla Tech Desk
New Update
jio, reliance jio, Jio Free Recharge, Telecom News, Tech news, Jio Launch, Jio Plan Launch, Jio Offer, Jio Recharge Offer, Jio OTT Plan, Jio OTT Plan Launch, Jio Rs 329 Plan, Jio Rs 949 Plan, Technology News, Airtel, BSNL, BSNL Offer, BSNL Plan, ott streaming service, tech news, Jio Rs 1049 Plan, Jio Best Plan, Jio Data Offer,"

দুর্দান্ত প্ল্যানেই BSNL-কে ভোকাট্টা করতে মরিয়া দেশের সব থেকে বড় টেলিকম সংস্থা।

Jio Best Recharge Plan: মাত্র কয়েকদিন আগেই একধাক্কায় কোটি কোটি ইউজারদের মুখের হাসি কেড়ে নিয়েছিল জিও। রিচার্জের দাম বাড়ানোর ফলে মাথায় হাত পরে জিও ইউজারদের। তবে শুধু যে জিও একা তা নয়, সব বড় টেলিকম কোম্পানি তাদের রিচার্জের মাসুল বাড়িয়েছিল। এরপর দাপট দেখাতে শুরু করে BSNL

Advertisment

একের পর এক চমৎকার রিচার্জ প্ল্যানে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে BSNL, ফলে বাধ্য হয়েই জিওকে বাজারে টিকে থাকতে নিত্য নতুন পন্থা নিতে হচ্ছে। এবার জিও ফিরিয়ে আনল তার জনপ্রিয় পুরনো রিচার্জ প্ল্যান। আর তাতেই উচ্ছ্বাসে ভাসলেন ইউজাররা। এখন আরও সস্তায় পান আনলিমিটেড কলিং এবং ডেটা। সস্তার প্ল্যানে এবার BSNL-কে বিরাট টক্কর দিল jio

আপনি কী রিলায়েন্স জিওর সস্তা প্ল্যানের সন্ধান করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে জিও-র এমন কিছু সস্তা রিচার্জ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা আপনাকে অবাক করবেই।

Jio-র ১৯৯ টাকার প্রিপেড প্ল্যান
Jio-এর ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান হল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের একটি রিচার্জ প্ল্যান । ১৯৯ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবির উচ্চ গতির ডেটা, আনলিমিটেড ফোন কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগ। তবে নতুন ১৯৯ টাকার প্ল্যানের বৈধতা কমিয়ে করা হয়েছে ১৮ দিন।

Jio-র ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যান
Jio-র ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি সাশ্রয়ী মূল্যের 5G ডেটা অ্যাক্সেস প্ল্যান। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২৩ জিবি ডেটা,আনলিমিটেড কলিং সেই সঙ্গে পাবেন প্রতিদিন ১০০ SMS-র সুবিধা। অতিরিক্ত সুবিধা হিসাবে ইউজাররা পাবেন- JioTV, JioCinema এবং JioCloud-র ফ্রি অ্যাক্সেস।

আরও পড়ুন - < Joy hydrogen bike: জলেই ছুটবে বাইক! প্রযুক্তি তাক লাগিয়ে দেবে, এক লিটারে ছুটবে ১৫০ কিলোমিটার পথ >

Jio-র ২০৯ টাকার রিচার্জ প্ল্যান
Reliance Jio-এর এই প্ল্যানে প্রতিদিন ১জিবি ডেটা দেওয়া হবে, সেই সঙ্গে ২২ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা দেওয়া হবে এই প্ল্যানের মেয়াদ ২২ দিন। Jio TV, Jio Cinema, Jio ক্লাউড সুবিধা এই প্ল্যানে মিলবে একেবারে বিনামূল্যে।

Jio-র ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান
Jio-র এই প্ল্যানে, ব্যবহারকারী ২৮ দিনের বৈধতা পাবেন। যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ফ্রি কল করতে পারবেন এবং প্রতিদিন ১জিবি ডেটা দেওয়া হবে, এর সাথে ১০০টি SMSও পাওয়া যাবে। প্রতিদিন এবং রিলায়েন্স জিও, সিনেমার জিও সাবস্ক্রিপশন এবং জিও ক্লাউড পাওয়া যাবে।

Jio-এর ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান
২৮ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন, এতে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।

Jio-এর ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান
৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানে রিলায়েন্স জিও ব্যবহারকারী পাবেন ৭০ দিনের বৈধতা। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ এসএমএসও ।

Jio-র ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের সঙ্গে আপপি পেয়ে যাবেন ৯৮ দিনের বৈধতা। এই প্ল্যানে জিও ইউজাররা পাবেন প্রতিদিন ১০০ এসএমএসও, আনলিমিটেড 5G ডেটা, সেই সঙ্গে পাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

jio recharge offer bsnl
Advertisment