Advertisment

Jio Recharge Plan 2025: সবচেয়ে সস্তা, দীর্ঘ মেয়াদ! ইতিহাস গড়ে বাজারে বড় বিস্ফোরণ Jio-র

Jio Recharge Plan 2025: ট্রাইয়ের নতুন নিয়ম বাস্তবায়নের পর, জিও নিয়ে আসতে চলেছে ভয়েস অনলি রিচার্জ প্ল্যান! জানা গিয়েছে এই দুটি প্ল্যানে ইউজাররা পাবেন ৩৬৫ দিনের বৈধতা।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio data voucher

সবচেয়ে সস্তা, দীর্ঘ মেয়াদ! ইতিহাস গড়ে বাজারে বড় বিস্ফোরণ Jio-র

Jio Voice Only Recharge Plan: ট্রাইয়ের নতুন নিয়ম বাস্তবায়নের পর, জিও নিয়ে আসতে চলেছে ভয়েস অনলি রিচার্জ প্ল্যান! জানা গিয়েছে এই দুটি প্ল্যানে ইউজাররা পাবেন ৩৬৫ দিনের বৈধতা। সেই সঙ্গে পাবেন আনলিমিটেড কলিং। এই রিচার্জ প্ল্যানটি সেই সব ইউজারদের জন্য যারা শুধুমাত্র কলিং এবং এসএমএসের জন্য মোবাইল ব্যবহার করেন এবং যাদের কোনও ডেটার প্রয়োজন হয় না।

Advertisment

সম্প্রতি, TRAI টেলিকম কোম্পানিগুলিকে ব্যবহারকারীদের জন্য সস্তার  ভয়েস-ওনলি প্ল্যান চালুর নির্দেশ দিয়েছে, যেখানে ইন্টারনেট ছাড়াই কলিং এবং SMS এর সুবিধা পেতে পারেন ইউজাররা। ট্রাইয়ের নিয়ম মেনে দুটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। জিওর এই দুটি প্ল্যানের বৈধতা  ৮৪ দিন এবং ৩৬৫ দিন। আসুন, জিওর এই দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক....! 

জিওর ৪৫৮ টাকার প্ল্যান
জিও তার ৪৬ কোটি ব্যবহারকারীর জন্য এই সস্তা ভয়েস-ওনলি প্ল্যানটি চালু করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৮৪ দিনের বৈধতা পাবেন। এই প্রিপেইড প্ল্যানে, ব্যবহারকারীরা দেশ জুড়ে যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য সীমাহীন ভয়েস কলিং এবং বিনামূল্যে ন্যাশানাল রোমিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানে, ব্যবহারকারীরা ১,০০০টি বিনামূল্যে SMS এর সুবিধাও পাবেন। এছাড়াও, কোম্পানিটি তার ব্যবহারকারীদের জিও সিনেমা এবং জিও টিভির মতো  অ্যাপগুলির বিনামূল্যের অ্যাক্সেস দিচ্ছে।

জিওর ১৯৫৮ টাকার প্ল্যান
জিওর এই প্রিপেইড প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে, ব্যবহারকারীরা ভারতের যেকোনো জায়গায় কল করার জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এর পাশাপাশি, বিনামূল্যে ন্যাশানাল রোমিং এবং ৩,৬০০টি বিনামূল্যে এসএমএসের সুবিধা পাবেন। এই প্ল্যানেও, Jio তার ব্যবহারকারীদের বিনামূল্যে Jio Cinema এবং Jio TV অ্যাপের অ্যাক্সেসও পাবেন।

Advertisment

কোম্পানিটি এই দুটি পরিকল্পনাই ভ্যালু প্ল্যানে তালিকাভুক্ত করেছে। এছাড়াও, কোম্পানিটি তালিকা থেকে তার দুটি সস্তার প্ল্যান সরিয়ে নিয়েছেন ১,৮৯৯ টাকা এবং ৪৭৯ টাকার প্ল্যানগুলি সরিয়ে নিয়েছে জিও। ১,৮৯৯ টাকার প্ল্যানে ৩৩৬ দিনের বৈধতার সাথে ২৪ জিবি ডেটা পেতেন ইউজাররা। একই সময়ে, ৪৭৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদের সাথে ৬ জিবি ডেটার সুবিধা পাওয়া যেত। 

jio
Advertisment