২৮ দিনের বৈধতার দিন শেষ। Jio-তার গ্রাহকদের জন্য এনেছে বেস্ট রিচার্জ ভাউচার। এবার থেকে মিলবে পুরো এক মাসের সুবিধা সঙ্গে আরও সব দুর্দান্ত অফার।
আপনি যদি রিলায়েন্স জিও সিম ব্যবহার করেন তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। Jio-আপনার জন্য এনেছে এমন একটি প্ল্যান যেখানে আপনি পাবেন ৩১ দিনের দীর্ঘ বৈধতা। এর পাশাপাশি, এই প্ল্যানে কোম্পানি আপনাকে দিচ্ছে 5G ডেটার অ্যাক্সেসও।
যখনই সস্তা এবং সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের কথা আসে, তখনই রিলায়েন্স জিওর নাম উঠে আসতে বাধ্য। Jio শুধুমাত্র দেশের এক নম্বর টেলিকম সংস্থাই নয়, কোটি কোটি ইউজারদের জন্য জিও নিয়ে আসে দারুণ সব অফার। Jio এর বর্তমানে ৪৪ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে।Reliance Jio-এর এই নয়া এই প্ল্যানে মিলবে মোট 46.5GB ডেটা। অর্থাৎ আপনি প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন।
এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ট্রু 5G ডেটা অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। । পাবেন 5G ইন্টারনেটে বিনামূল্যে অ্যাক্সেস। এই প্ল্যানে, আপনি ৩১ দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে ফ্রি কলিং সহ প্রতিদিন ১০০ টি SMS এর সুবিধা পেতে পারেন। পাশাপাশি আপনি পেতে পারেন Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের মত সাবস্ক্রিপশন একেবারে ফ্রি।