jio: যখন থেকে টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জকে ব্যয়বহুল করে তুলেছে, তখন থেকে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন যে তাদের জন্য কোন প্ল্যানটি সবচেয়ে ভাল হবে। বিশেষ বিষয় হল Jio, Airtel-এর মতো কোম্পানি অনেক পুরনো প্ল্যান বদলে নতুন প্ল্যান এনেছে। Jio তিনটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে যার সাথে আপনি OTT সুবিধা পাবেন। এই প্ল্যানগুলি রিচার্জ করার মাধ্যমে, আপনি বিনামূল্যে Disney+ Hotstar, Zee5 এবং SonyLIV-এর মতো OTT কনটেন্ট দেখতে পারেন৷
Jio-এর নতুন প্রিপেইড প্ল্যানগুলি হল 329, 949 এবং 1049 টাকার৷ এগুলি বিভিন্ন বৈধতা, কলিং সুবিধা এবং অন্যান্য নানান বৈশিষ্ট্য সহ আসে। আসুন জেনে নি বিস্তারিত
Jio-এর 329 টাকার প্ল্যান
Jio-এর অনেক প্রিপেইড প্ল্যান উপলব্ধ। 329 টাকার প্ল্যানটি 28 দিনের বৈধতার সাথে আসে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। প্রতিদিন 100টি SMS পাঠানো যাবে এবং প্রতিদিন দেড় জিবি ডেটা পাওয়া যাবে। JioSaavn Pro সুবিধা Jio প্রদান করছে, যদিও এর সাথে কোন 5G অফার নেই।
Jio-এর 949 টাকার প্ল্যান
Jio 84 দিনের বৈধতার সাথে 949 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে। এটি আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি এসএমএস এবং প্রতিদিন 2 জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। এই প্ল্যানের সাথে, Disney + Hotstar-এর মোবাইল ভার্সন 3 মাস অর্থাৎ 90 দিনের জন্য বান্ডিল করা হয়েছে৷ এছাড়াও গ্রাহকদের 84 দিনের জন্য 5G ইন্টারনেট সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুন - < ISS Mission: মহাশূন্যে পাড়ি, সৃষ্টি হতে চলেছে নতুন এক ইতিহাসের, উচ্ছ্বাসে ভাসছে ইসরো >
Jio-এর 1049 টাকার প্ল্যান
যদি আপনার বাজেট একটু বেশি হয় বা আপনি প্রচুর OTT কন্টেন্ট দেখেন, তাহলে আপনি Jio-এর 1049 টাকার প্রিপেইড প্ল্যান বেছে নিতে পারেন। এই রিচার্জে 84 দিনের বৈধতাও পাওয়া যায়। এর সাথে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হয়। SonyLIV এবং ZEE5 এই প্ল্যানের সাথে OTT সুবিধা প্রদান করা হয়েছে। JioTV-এর মোবাইল অ্যাপও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে আনলিমিটেড 5Gও পাওয়া যাচ্ছে।