Advertisment

jio: তিন 'বিস্ফোরক প্ল্যান' বাজার কাঁপাচ্ছে jio, দেদার ইন্টারনেটের সঙ্গে আরও কত কী....

BSNL বর্তমানে তার সস্তা এবং সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের কারণে সংবাদ শিরোনামে রয়েছে। তবে BSNL-কে জোর টক্কর দিতে আসরে নেমেছে jio।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL, BSNL Offer, BSNL Recharge, BSNL Plan, BSNL Recharge Plan, BSNL New Offer, BSNL 2GB data Plan, Teleom News, BSNL Latest Offer, BSNL 4G Plan, BSNL 5G Plan, BSNL, Recharge Offer, Recharge Plan, BSNL News Today

BSNL বর্তমানে তার সস্তা এবং সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের কারণে সংবাদ শিরোনামে রয়েছে। তবে BSNL-কে জোর টক্কর দিতে আসরে নেমেছে jio।

jio: প্রতিবেদনে আপনাকে Jio-এর এমন ৩টি 'বিস্ফোরক প্ল্যান' সম্পর্কে জানাতে চলেছি যাতে আপনি বিনামূল্যে আনলিমিটেড 5Gডেটার সুবিধা পাবেন।

Advertisment

দেশের এক নম্বর টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও হয়তো রিচার্জ প্ল্যানকে ব্যয়বহুল করেছে কিন্তু এই মুহূর্তে কোম্পানির গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। রিলায়েন্স জিও তার লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। তার গ্রাহকদের সুবিধার জন্য, Jio রিচার্জ প্ল্যানগুলিকে অনেকগুলি বিভাগে ভাগ করেছে৷ আজ আমরা আপনাকে আনলিমিটেড 5G ডেটা সহ Jio-এর তিনটি প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি।

Jio এর কিছু প্ল্যানে যোগ্য ব্যবহারকারীদের সীমাহীন 5Gডেটার সুবিধা প্রদান করে। আপনি যদি বিনামূল্যে হাইস্পিড ডেটা ব্যবহার করতে চান তবে আপনি এই প্ল্যানগুলির মধ্যে একটি বেছে নিতে পারেন।

Jio-র 349 টাকার প্ল্যান
Jio তার তালিকায় 349 টাকার একটি সস্তা প্ল্যান যুক্ত করেছে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। ২৮ দিনের জন্য বিনামূল্যে কল করার সুবিধার পাশাপাশি । এরই সঙ্গে আপনি প্রতিদিন পাবেন 2GB ডেটা। পুরো মেয়াদ চলাকালীন আপনি মোট 56GB ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০ টি ফ্রি SMS-র সুবিধা পাবেন। যদি আপনার এলাকায় 5Gনেটওয়ার্ক পাওয়া যায় তাহলে আপনি সীমাহীন 5G ডেটা অ্যাক্সেস করতে পারেন।

আরও পড়ুন - < BSNL Recharge Plan: সস্তার এই রিচার্জ প্ল্যান তোলপাড় ফেলল বাজারে! BSNL-র বাম্পার অফার চমকে দেবে >

Jio-র 399 টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও-র তালিকায় 399 টাকার একটি প্ল্যানও রয়েছে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী, যাদের আরও ডেটা প্রয়োজন ৷ প্ল্যানে, কোম্পানি গ্রাহকদের প্রতিদিন 2.5GB ডেটার সুবিধা দেয়। পাশাপাশি আপনি 28 দিনের জন্য বিনামূল্যে কল করতে পারবেন। এই প্ল্যানেও, Jio গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে। এর সাথে, আপনি Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের সাবস্ক্রিপশন সহ প্রতিদিন ১০০ টি SMS বিনামূল্যে পান।

Jio-র 449 টাকার প্ল্যান
আপনার যদি প্রচুর ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় তবে আপনি Jio-র 449 টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এই প্ল্যানের বৈধতা মাত্র ২৮ দিন। এই প্ল্যানে আপনি 84GBডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 3GB ডেটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি ২৮ দিনের জন্য বিনামূল্যে কল করার সুবিধা পাবেন। একই সঙ্গে আপনি Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের সাবস্ক্রিপশন পাবেন।

jio recharge plan jio
Advertisment