Jio Phone 5G: দীর্ঘ অপেক্ষার অবসান! সম্ভবত ২৯ অগাস্ট বাজারে আসতে চলছে বহু প্রতীক্ষিত Jio Phone 5G
Jio Phone 5G হতে চলেছে ভারতের বাজারে বিক্রি হওয়া সবচেয়ে সস্তা 5G ফোন। এই ফোনটি বিশেষ ভারতীয় ব্যবহারকারীদের জন্য তৈরি প্রগতি ওএস-এ কাজ করবে। Reliance Jio-এর এই 5G স্মার্টফোনের প্রারম্ভিক দাম হতে পারে ৮ হাজার টাকা।
রিলায়েন্স জিও রিলায়েন্স এজিএম 2024 ২৯ শে আগস্ট আয়োজিত হবে। এটি কোম্পানির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা। আশা করা হচ্ছে কোম্পানি একই দিনে ভারতে তার প্রথম 5G স্মার্টফোন Jio Phone 5G লঞ্চ করতে পারে।
Jio Phone 5G বাজারে একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। যদিও এই ফোনের প্রারম্ভিক দাম ৮ হাজার টাকা বলা হচ্ছে, এই ফোনের সবচেয়ে টপ মডেলের দাম হতে পারে ১২ হাজার টাকা। বেস ভেরিয়েন্টে ৪ জিবি র্যাম এবং টপ ভেরিয়েন্টে ৬ জিবি র্যাম থাকতে পারে।
আরও পড়ুন - < HP ChromeBook 2024: বাজেট স্মার্টফোনের দামে কিনুন HP ল্যাপটপ, ঝটপট অফারের ফায়দা নিন! >
Jio Phone 5G স্পেসিফিকেশন
6.5″ HD+ ডিসপ্লে
13MP + 2MP রিয়ার ক্যামেরা
8MP সেলফি ক্যামেরা
4GB RAM
32GB স্টোরেজ
প্রগতি ওএস
কোয়ালকম স্ন্যাপড্রাগন 480
5,000mAh ব্যাটারি