Jio Hotstar Free Subscription Plan: ৯০ দিনের মেয়াদের সাথে ১৫ জিবি ডেটা, সাথে থাকছে জিওহটস্টারের বিনামূল্যে মোবাইল সাবস্ক্রিপশন। ক্রিকেট থেকে বিনোদন এক প্ল্যানেই বাজিমাত। এছাড়াও, জিওর ৯৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস সহ জিওহটস্টার সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
ক্রিকেট থেকে শুরু করে বিনোদনমূলক অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে, জিও একটি নতুন প্রি-পেড প্ল্যান চালু করেছে। রিলায়েন্স জিও একটি নতুন জিওহটস্টার প্ল্যান চালু করেছে। এই ১৯৫ টাকার JioHotstar প্ল্যানে ইউজাররা পাবেন ১৫ জিবি ডেটা। এই মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যানের লক্ষ্য হল ক্রিকেট থেকে শুরু করে বিনোদনমূলক কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করা।
জিওর ১৯৫ টাকার প্ল্যানের সুবিধা
এই প্ল্যানে ব্যবহারকারীরা ১৫ জিবি ডেটা এবং ৯০ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানের মাধ্যমে, আপনি JioHotstar এর বিনামূল্যে মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যান পাবেন। এর মানে হল এই প্যাকের মাধ্যমে, JioHotstar সাবস্ক্রিপশন মোবাইলেই উপভোগ করা যাবে। মনে রাখতে হবে এই প্ল্যানে ভয়েস কলিং এবং এসএমএস- এর সুবিধা পাবেন না ইউজাররা।
জিওর ৯৪৯ টাকার প্ল্যানের সুবিধা
জিও হটস্টারের আরেকটি প্রিপেইড প্ল্যান ৯৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড 4G ডেটা পাওয়া যাবে। এছাড়াও আপনি আনলিমিটেড 5G ডেটা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন সীমাহীন ভয়েস কল এবং ১০০টি এসএমএসের সুবিধাও পাবেন। এই প্ল্যানে, ১৪৯ টাকার জিও হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে।
মোবাইল অ্যাড বেসড-প্ল্যান
এই প্ল্যানের দাম ১৪৯ টাকা। এই প্ল্যানের মেয়াদ ৩ মাস। একই সথে আপনি ৪৯৯ টাকায় গোটা বছরের বৈধতা পাবেন।