/indian-express-bangla/media/media_files/06k1a44FIpREtFF2Wkhz.jpg)
প্রতীকী ছবি
Jio Prepaid Plan: গত জুলাইয়ে রিচার্জের দাম বাড়ানোর পরও এখন বাজারে সর্বোচ্চ গ্রাহক রয়েছে jio-এর। আপনি যদি নিজের জন্য 250 টাকার মধ্যে jio-এর সেরা প্রিপেড প্ল্যানের সন্ধান করেন তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য তুলে ধরা হল Jio-এর 250 টাকার মধ্যে সেরা প্রিপেড প্ল্যানের তালিকা। কোম্পানি 250 টাকায় দৈনিক ডেটা সহ তিনটি প্রিপেড প্ল্যান অফার করে, যার মধ্যে 1GB, 2GB এবং 1.5GB ডেটার সুবিধা পান ইউজাররা।
Jio-এর প্রিপেড প্ল্যান 250 টাকায়
Jio-এর 249 টাকার প্ল্যান: Jio-এর 249 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের বৈধতা 28 দিন। অর্থাৎ গ্রাহকরা মোট 28GB ডেটার সুবিধা পান এই প্ল্যান। পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পান ইউজাররা। একই সঙ্গে প্রতিদিন 100টি SMS পাওয়া যাচ্ছে। অন্যান্য সুবিধার কথা বললে, JioTV, JioCinema এবং JioCloud-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।
অফার শুনেই চমকে যাবেন, ১০ হাজারের কমে পান OnePlus-র স্মার্টফোন
Jio-এর 239 টাকার প্ল্যান: Jio-এর 239 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়, এই প্ল্যানের বৈধতা 22 দিন। অর্থাৎ গ্রাহকরা মোট 33GB ডেটার সুবিধা পাবেন জিওর বিশেষ এই প্ল্যান । ভয়েস কলিংয়ের কথা বললে, এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি প্রতিদিন 100টি SMS-এর সুবিধা দেয়। অন্যান্য সুবিধার ক্ষেত্রে, JioTV, JioCinema এবং JioCloud-এর সাবস্ক্রিপশন এই প্ল্যানে উপলব্ধ।
লঞ্চ হল বিশেষ 4G ডেটা প্যাক, অফার উপলক্ষ্যে পান ৭৩০ জিবি ডেটা
Jio-এর 209 টাকার প্ল্যান: Jio-এর 209 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হয়, বৈধতার কথা বললে, এই প্ল্যানটি 22 দিনের জন্য বৈধ। ভয়েস কলিংয়ের কথা বললে, এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি প্রতিদিন 100টি SMS প্রদান করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে JioTV, JioCinema এবং JioCloud এর সদস্যতা। উচ্চ গতির ডেটা সীমা পৌঁছানোর পরে, ইন্টারনেটের গতি 64Kbps-এ নেমে আসে।