Jio Prepaid Plans: এই তিন সস্তার 'সুপারহিট' প্ল্যানেই বড় চমক জিও'র , ২০০ টাকারও কমে এবার অফারের সুনামি

Jio Prepaid Plans Under 200: সস্তার প্ল্যানে বাজারে তোলপাড় ফেলল জিও। এখন ২০০ টাকাতেই সারা মাসের রিচার্জের ঝামেলা থেকে পান মুক্তি! Jio নিয়ে এল ধামাকা প্ল্যান।

Jio Prepaid Plans Under 200: সস্তার প্ল্যানে বাজারে তোলপাড় ফেলল জিও। এখন ২০০ টাকাতেই সারা মাসের রিচার্জের ঝামেলা থেকে পান মুক্তি! Jio নিয়ে এল ধামাকা প্ল্যান।

author-image
IE Bangla Tech Desk
New Update
Reliance Jio Offer:

২০০ টাকারও কমে এবার অফারের সুনামি

Jio Prepaid Plans: এই তিন সস্তার 'সুপারহিট' প্ল্যানেই বড় চমক জিও'র , ২০০ টাকারও কমে পান ডেটা, কলিংয়ের সুবিধা! 

Advertisment

Jio Prepaid Plans: সস্তার প্ল্যানে বাজারে তোলপাড় ফেলল জিও। এখন ২০০ টাকাতেই সারা মাসের রিচার্জের ঝামেলা থেকে পান মুক্তি! Jio নিয়ে এল ধামাকা প্ল্যান।  

আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন তিনটি সস্তা জিও প্ল্যানের বিষয়ে জানাবো যার মাধ্যমে আপনি ডেটা বা কলিং সেই সঙ্গে পাবেন এসএমএস-এর সুবিধাও। 

আপনি যদি রিলায়েন্স জিওর প্রিপেইড সিম ব্যবহার করেন, তাহলে আজকের খবরটি বিশেষভাবে আপনার জন্য, কারণ আজ আমরা আপনাকে এমন তিনটি জিও প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলির দাম ২০০ টাকারও কম। পাশাপাশি এই প্ল্যানে আপনি পাবেন ডেটা, কলিং এবং এসএমএস-এর সুবিধা। 

Advertisment

পৃথিবীর মাটি ছুঁয়েই উচ্ছ্বাসে ভাসলেন সুনিতা, আত্মবিশ্বাসে চমকে উঠল গোটা বিশ্ব!

জিও ১৮৯ প্ল্যান: সুবিধা এবং বৈধতা
১৮৯ টাকার এই সস্তা এবং সাশ্রয়ী মূল্যের জিও প্ল্যানটি আপনার জন্য ১৪ দিনের পরিবর্তে ২৮ দিনের বৈধতা সহ উপলব্ধ । সুবিধার কথা বলতে গেলে, এই প্ল্যানে ২ জিবি ডেটা, বিনামূল্যে কলিং এবং ৩০০ এসএমএস-এর সুবিধা দিচ্ছে সংস্থা।  

জিও ১৯৯ প্ল্যান: সুবিধা এবং বৈধতা
আপনার যদি প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটার প্রয়োজন হয়, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য একেবারে পারফেক্ট। এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানটির মেয়াদ ১৮ দিন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ১.৫ জিবি ডেটা, বিনামূল্যে সীমাহীন কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাবেন। 

জিও ১৯৮ প্ল্যান: সুবিধা এবং বৈধতা
রিলায়েন্স জিওর ১৯৮ টাকার প্ল্যানে, কোম্পানিটি প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা প্রদান করে। ডেটা ছাড়াও, এই পরিকল্পনাটি প্রিপেইড ব্যবহারকারীদের যেকোনো নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা দেয়।

১৪ দিনের বৈধতার এই প্ল্যানে, ডেটা এবং কলিং ছাড়াও, আপনাকে প্রতিদিন ১০০টি SMSও দেওয়া হবে। এই প্ল্যানের বিশেষ বিষয় হল, কোম্পানির মতে, এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীদের সীমাহীন 5G ডেটা দেওয়া হচ্ছে। অতিরিক্ত সুবিধার কথা বলতে গেলে, এই তিনটি প্ল্যানের সাথেই আপনাকে Jio Cloud এবং Jio TV-তে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে।

jio