Advertisment

Jio : ৬ মাস ফ্রি কলিং, ৫০০ জিবি ডেটা, jio-এর গুগলিতে বেসামাল BSNL

Jio : বছর শেষ হওয়ার আগেই উত্তেজনার অবসান ঘটাল Jio! রিচার্জের দাম বাড়ার কারণে যে সকল গ্রাহকরা BSNL-এ স্যুইচ করেছেন তাদের ফিরিয়ে আনতে এক বাম্পার প্ল্যান চালু করল jio! এখন ৬ মাসের জন্য রিচার্জের টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন ইউজাররা।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio 200 days recharge plan

jio-এর গুগলিতে বেসামাল BSNL Photograph: (ফাইল ছবি)


Jio :  বছর শেষ হওয়ার আগেই উত্তেজনার অবসান ঘটাল Jio! রিচার্জের দাম বাড়ার কারণে যে সকল গ্রাহকরা BSNL-এ স্যুইচ করেছেন তাদের ফিরিয়ে আনতে এক বাম্পার প্ল্যান চালু করল jio! এখন ৬ মাসের জন্য রিচার্জের টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন ইউজাররা। 

Advertisment

Jio হল দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা। সারা দেশে Jio-এর ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। তবে, রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর কিছু ব্যবহারকারী jio ছেড়ে BSNL নেটওয়ার্কে যুক্ত হয়েছেন।  তবে ২০২৪ শেষ হওয়ার আগেই Jio তাদের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের খুশি করেছে। Jio এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যাতে গ্রাহকরা পেয়ে যাবেন প্রায় ৬ মাসের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি।

Jio এর নিউ ইয়ার প্ল্যান অফার
Jio তার কোটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নিউ ইয়ার বাম্পার প্ল্যান। Jio সম্প্রতি ২০২৫ টাকার একটি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল এই প্ল্যানে ইউজাররা পেয়ে যাবেন ৬ মাসেরও বেশি মেয়াদ পাবেন। Jio-এর এই প্ল্যানে উপলব্ধ অফারগুলি BSNL -এর ঘুম উড়িয়ে দিয়েছে। 

রিলায়েন্স Jio-র এই প্ল্যানে গ্রাহকরা মোট ২০০ দিনের বৈধতা পাবেন। ২০২৫ টাকার প্ল্যানটি কিনলে আপনি অর্ধেক বছরেরও বেশি সময় ধরে রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হবেন। এই রিচার্জ প্ল্যানের সুবিধাগুলি হল:

Advertisment

বিনামূল্যে কলিং: ২০০ দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন।

বিনামূল্যে SMS: প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS পাবেন।

সস্তা রিচার্জ প্ল্যানে ৫০০GB ডেটা অফার
Jio-এর এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সেরা যাদের আরও ডেটা প্রয়োজন। এই নতুন প্ল্যানে, কোম্পানি গ্রাহকদের মোট ৫০০GB ডেটা অফার করে। আপনি প্রতিদিন ২.৫GB ডেটা ব্যবহার করতে পারবেন। আপনার এলাকায় 5G সংযোগ থাকলে, আপনি সীমাহীন 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

অতিরিক্ত সুবিধা
অন্যান্য প্ল্যানের মতো এই নববর্ষের অফারেও Jio তার গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দেয়:

OTT স্ট্রিমিং: Jio সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশন।

Jio TV এবং Jio ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন।

jio
Advertisment