New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/21/EbHHvuhpd0ryzRoJa1QW.jpg)
কি আছে এই Jio ৭২ দিনের প্ল্যানে?
Jio Unlimited Offer News: ভারতের সেরা টেলিকম কোম্পানি Jio আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান। গত বছরের শেষে Jio জানিয়েছিল যে তারা ইতিমধ্যেই ১৯১ মিলিয়ন ৫জি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। এর পর থেকেই কোম্পানি নিয়ে আসছে একের পর এক নতুন এবং দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানগুলি। সেই ধারাতেই জিও নিয়ে এসেছে এই ৭২ দিনের রিচার্জ প্ল্যান।
Advertisment
দেওয়াল ভাঙার প্রয়োজন নেই! নামমাত্রা বিদ্যুৎ খরচে পান হাড়কাঁপানো ঠান্ডা, বাজারের সেরা মিনি এসি কোনটি?
কী আছে এই Jio ৭২ দিনের প্ল্যানে?
- দাম: ৭৪৯ টাকা
- মেয়াদ: ৭২ দিন
- কলিং: আনলিমিটেড লোকাল ও STD কল
- ডেটা: প্রতিদিন ২GB + অতিরিক্ত ২০GB
- মোট ডেটা: ১৬৪GB
Advertisment
নেটওয়ার্ক: ৫জি এলিজিবিলিটি থাকলে আনলিমিটেড 5G ডেটা (MyJio অ্যাপে চেক করুন)
অতিরিক্ত সুবিধা:
- ৩ মাসের জন্য ফ্রি JioCinema (Hotstar) সাবস্ক্রিপশন
- ৫০GB AI ক্লাউড স্টোরেজ
- JioTV-এর সম্পূর্ণ অ্যাক্সেস সম্পূর্ণ ৭২ দিনের জন্য
- ৫জি কভারেজ থাকলে ডেটা কাটবে না – পুরোপুরি ফ্রি ৫জি ডেটা!
কেন এই প্ল্যান সেরা?
বর্তমান বাজারে অনেক প্ল্যান কম দামে থাকলেও পরবর্তীতে টপ-আপ করতে হয়, যা ব্যবহারকারীর কাছে বিরক্তির কারণ। কিন্তু Jio-এর এই নতুন ৭২ দিনের প্ল্যানে সব সুবিধা একসঙ্গে থাকায় পুনরায় রিচার্জের চিন্তা নেই।
সেরা প্রিমিয়াম AI স্মার্টফোন কিনবেন? দেখে নিন সস্তার টপ ৫-এর তালিকা