Advertisment

ডিসেম্বরে সুখবর! মধ্যবিত্তের জন্য কম দামের রিচার্জ প্যাক লঞ্চে জিও

এই সুবিধা পেতে রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা মাই জিও ‌‌‌অ্যাপে লগইন করলে আপনি পেয়ে যাবেন যাবতীয় তথ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
jio tarrif, jio happy new year 2020 plan

jio tarrif, jio happy new year 2020 plan

জিও ফাইবার গ্রাহক আপনি? কোন প্ল্যান নেবেন আদৌ লাভবান হবেন কিনা তাই নিয়ে চিন্তায় রয়েছেন? রিলায়েন্স জিও আপনাকে চিন্তা মুক্ত করতে বিভিন্ন দামের ছয়টি নতুন রিচার্জ প্যাক নিয়ে এসেছে। ১০১ থেকে ৪০০১ টাকা পর্যন্ত রয়েছে রিচার্জ প্যাক। প্রায় ২ টিবি পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন আপনি।

Advertisment

ভারতে সদ্য লঞ্চ হওয়া ছয়টি প্ল্যান হল-

১০১ টাকায় পেয়ে যাবেন ২০ জিবি ডেটা। ২৫১ টাকায় ৫৫ জিবি ডেটা। ৫০১ টাকায় ১২৫ জিবি ডেটা। ১০০১ টাকায় ২৭৫ জিবি ডেটা, ২০০১ টাকায় ৬৫০ জিবি ডেটা, ৪০০১ টাকায় ২০০০ জিবি ডেটা। এই ডেটা পেতে রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা মাই জিও ‌‌‌অ্যাপে লগইন করলে আপনি পেয়ে যাবেন যাবতীয় তথ্য।

আরও পড়ুন:বাদাম বেঁচে চালাত সংসার, সেই মেয়ে যাচ্ছে নাসা

জিও ফাইবার থেকে যে যে সুবিধাগুলি ভোগ করতে পারবেন আপনি...

১) আল্ট্রা হাই স্পিড ব্রডব্যান্ড

২) দেশের মধ্যে বিনামূল্যে ভয়েস কলিং এবং ইন্টারনেট পরিষেবা

৩) টিভি ভিডিও কলিং এবং কন্ফারেন্সিং-এর সুবিধা

৪) এন্টারমেন্ট OTT অ্যাপস

৫) গেমিং

৬) হোম নেটওয়ার্কিং

৭) ভিআর এক্সপেরিয়েন্স

৯) প্রিমিয়াম কন্টেন্ট প্ল্যাটফর্ম

আরও পড়ুন: কৃষকের গলায় জাস্টিন বিবারের ইংরেজি গান, তাজ্জব সোশাল মিডিয়া 

সিকিউরিটি ডিপোসিট বাবদ রাখতে হবে ৪,৫০০ টাকা। যা সম্পূর্ণ রিফান্ডেবল। তিনমাসের জন্য ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। টাটা স্কাই ব্রডব্র্যান্ড, এয়ারটেল ভি ফাইবারের প্রতিদন্ধী হবে এই জিও ফাইবার। অন্যদিকে Airtel Xstream box, ACT Stream TV 4K এর প্রতিদন্ধীকা করবে Jio 4K set-top box।

reliance jio jio
Advertisment