/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/03/jio-new-759.jpg)
মুকেশ আম্বানি।
দ্বীপাবলিতে জিও ফোনের দাম কমানো হল। উৎসব মরশুমকে আরও রঙিন করলে ১৫০০ থেকে ৬৯৯ টাকায় নিয়ে আসা হল ফোনের দাম। পাশাপাশি এই ডিভাইসের সঙ্গে পেয়ে যাবেন চারটি বান্ডেল অফার।
JioPhone bundled gift packs
সবচেয়ে কম দামের যে অফার রয়েছে তার খরচ ৮০৮ টাকা। মেয়াদ এক মাস। তিন মাসের জন্য ১০০৬ টাকার প্যাক। আট মাসের জন্য ১৫০১ টাকার প্যাক। ১৯৯৬ টাকার প্যাকের মেয়াদ বরাদ্দ থাকবে ১৩ মাস।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/jio-phone-offer.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/jio-phone.jpg)
Three steps to gift a JioPhone
জিও ফোন কিনলেই এই অফার আপনি ভোগ করতে পারবেন। প্রথমে Jio.com এবং তারপর “Gift JioPhone” এ ক্লিক করুন অথবা jio.com/gift-jiophone এই লিঙ্কে ক্লিক করতে পারেন। ওয়েবসাইটে ঢোকার পর 'গিফট নাও'তে ক্লিক করুন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/jio-1.jpg)
১) মোবাইল নম্বর নথিভুক্ত করুন অথবা যদি কাউকে উপহার দিতে চান তার নম্বরও নথিভুক্ত করতে পারেন।
২) 'গিফট বান্ডেল' বাছাই করুন
৩) যে রিসিপ্ট পাবেন সেটি জিও স্টোরে গিয়ে রিডিম করুন। সেখানেই আপনি জিও ফোন ও গিফট উভয়ই পেয়ে যাবেন।
Read the full story in English