Advertisment

Artificial Intelligence News: লাখ লাখ মানুষ AI-এর কারণে চাকরি হারাবেন? কী বলছে রিপোর্ট?

রেস্তোরাঁ থেকে মহাকাশযান, এসি থেকে মোবাইল আজ সবেতেই এআই-এর রমরমা। এআইকে নিয়ে মানুষের মধ্যে আশঙ্কার এক কালো মেঘ দানা বেঁধেছে। এএই-এর কারণে চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছেন নানান সেক্টরের কর্মীরা। সম্প্রতি সামনে এসেছে এক রিপোর্ট। তাতে যা বলা হয়েছে তা রীতিমত চমকে দেওয়ার মতোই।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Artificial intelligence,Cybernetics,Computational neuroscience,Data science,Business Support Services , NEC, Rohit Tandon,Director, AI,banking,Deloitte LLP,Insights Practice,AI Executive,Managing Director,energy"

এএই-এর কারণে চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছেন নানান সেক্টরের কর্মীরা।

Artificial Intelligence News: রেস্তোরাঁ থেকে মহাকাশযান, এসি থেকে মোবাইল আজ সবেতেই এআই-এর রমরমা। এআইকে নিয়ে মানুষের মধ্যে আশঙ্কার এক কালো মেঘ দানা বেঁধেছে। এএই-এর কারণে চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছেন নানান সেক্টরের কর্মীরা। সম্প্রতি সামনে এসেছে এক রিপোর্ট। তাতে যা বলা হয়েছে তা রীতিমত চমকে দেওয়ার মতোই।

Advertisment

প্রায় ছয় দশক আগে, AI শব্দটি প্রতিটি মানুষের কাছে একটি ধাঁধার মতো ছিল, যার কারণে আজ চাকরি হারানোর ভয় পাচ্ছেন নানান সেক্টরে কর্মরত মানুষজন। সম্প্রতি সামনে এসেছে এক রিপোর্ট যাতে বলা হয়েছে এআই-য়ের কারণে চাকরি হারাবে না মানুষজন বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার উল্লেখ আছে ইতিহাসের পাতায় ১৯৫৬ সালে। আজ, প্রায় ৬ দশক পরে, এই শব্দটি প্রতিটি ব্যক্তির জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যারা এআই-এর কারণে চাকরি হারানোর ভয় পান। এখন এআইয়ের কারণে চাকরি হারানোর ভয় যারা পাচ্ছেন তাদের জন্য রয়েছে দারুণ খবর। কারণ এক রিপোর্টে বলা হয়েছে, এআইয়ের কারণে চাকরি যাবে না বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ডেলয়েটের এআই এক্সিকিউটিভ রোহিত ট্যান্ডন বলেছেন যে ভবিষ্যত এআই-মানুষের সহযোগিতার জন্য ব্যবহার করা হবে, এমন নয় যে এআই মানুষকে প্রতিস্থাপন করবে।

আরও পড়ুন : < AI Aisha: পিটিশন ফাইল থেকে রায়দান আদালতের কাজ আরও সহজ করবে AI Aisha, দ্রুত নিষ্পত্তি হবে মামলার >

ট্যান্ডন বলেছিলেন প্রযুক্তি প্রতিস্থাপনের পরিবর্তে কর্মশক্তিকে শক্তিশালী করবে। ট্যান্ডন আরও বলেছেন, যে যখন আইটি, প্রযুক্তি এবং কম্পিউটার এসেছিল, তখন চাকরি হারানোর একই রকম ভয় ছিল। কিন্তু আইটির কারণে সারা বিশ্বে কত চাকরির সৃষ্টি হয়েছে। একই জিনিস AI এর সঙ্গেও ঘটতে চলেছে। এটি সর্বব্যাপী হতে চলেছে, ঠিক আজকের মতোই, ঠিক যেমন আপনার কাছে আজ আপনার ফোনে সবচেয়ে বড় সুপারকম্পিউটার পাওয়া যাচ্ছে, তেমনি কিছু শক্তিশালী AI অ্যালগরিদম আপনার পার্সে, আপনার মানিব্যাগে, আপনার পকেটে থাকবে৷ তিনি আরও বলেন, চ্যালেঞ্জের পাশাপাশি প্রচুর সুযোগ রয়েছে যার মাধ্যমে উৎপাদনশীলতাকে বাড়ানো যায়।

Artificial Intelligence
Advertisment