Kedarnath Yatra Helicopter Ticket Booking: কেদারনাথের যাওয়ার প্ল্যান করছেন? কবে থেকে শুরু হতে চলেছে 'হেলিকপ্টারের বুকিং? জানুন কীভাবে আপনি হেলিকপ্টারের অনলাইন বুকিং করতে পারবেন? না জানলে এখনই জানুন কেদারনাথ যাত্রা সম্পর্কে 'লেটেস্ট আপডেট'।
পরিবারের সঙ্গে কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন? আজ ৮ এপ্রিল থেকেই হেলিকপ্টার টিকিট অনলাইন বুকিংয়ের সুবিধা মিলবে। প্রতি বছরের মতো এবারও আগামী মাস থেকে শ্রী কেদারনাথ ধামের যাত্রা শুরু হতে চলেছে। এবার কেদারনাথ মন্দিরের দরজা খুলবে ২ মে ২০২৫ সকাল ৭ টায়।
কেদারনাথ মন্দিরে পৌঁছানোর জন্য অনেকেই হেলিকপ্টার পরিষেবার সুবিধা নিয়ে থাকেন। আপনিও যদি হেলিকপ্টারে করে কেদারনাথ ধামে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাকে আগে থেকেই হেলিকপ্টার বুকিং করতে হবে। আজকের এই প্রতিবেদনে জানুন কেদারনাথের হেলিকপ্টার পরিষেবার অনলাইন বুকিং সম্পর্কে বিস্তারিত।
কেদারনাথ ধাম ভ্রমণের সময়, ভক্তরা যানবাহনে চেপে গৌরীকুণ্ডে পৌঁছাতে পারেন এবং তারপরে ১৬ কিলোমিটার ট্রেকিং করতে পারেন। এটি সড়কপথে পৌঁছানোর শেষ স্থান, এছাড়াও আপনি হেলিকপ্টারে করে মন্দিরের খুব কাছে পৌঁছাতে পারবেন। কেদারনাথ ধামের জন্য হেলিকপ্টার টিকিটের অনলাইন বুকিং ৮ এপ্রিল, ২০২৫ তারিখে দুপুর ১২টা থেকে শুরু হবে।
হেলিকপ্টারের টিকিট কোথায় বুক করবেন
যদি আপনি হেলিকপ্টারে শ্রী কেদারনাথ ধাম যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনি আইআরসিটিসি-র হেলি ট্রাভেল ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন।
ভাড়া কত ?
জানা গিয়েছে এ বছর হেলিকপ্টার পরিষেবার ভাড়া বেড়েছে। সিরসি থেকে কেদারনাথের ভাড়া ৬,০৬১ টাকা, ফাটা থেকে কেদারনাথের ভাড়া ৬,০৬৩ টাকা এবং গুপ্তকাশী থেকে কেদারনাথের ভাড়া ৮,৫৩৩ টাকা।