Advertisment

How to Choose AC Online: অনলাইনে AC-কেনার আগে চটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি, নাহলেই বিরাট ক্ষতি কেউ রুখতে পারবেন না!

অনলাইনে এসি কিনতে গিয়ে নষ্ট হতে পারে আপনার হাজার হাজার টাকা। এই বিষয়গুলি অনলাইন থেকে এসি কেনার আগে মাথায় রাখুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
kolkata AC cesc power grid

Air Conditioner: রেকর্ড অনুসারে চলতি গরমে ভারতে এসি বিক্রি অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই চাহিদা এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই প্রবণতাটি অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ী মহলে।

Online AC : দাবদাহের কালে ভরপুর স্বস্তি নিতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। অসহ্য গরম থেকে স্বস্তি পেতে ইদানিং AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। শহর থেকে জেলা, AC-র বিক্রি মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থা নজরকাড়া সব অফার দিয়ে এসি মেশিন বিক্রি করছে। এখন আর Air Conditioner Machine বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না। বরং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এখন যেন অপরিহার্য্য হয়ে ঠেকছে আমাদের প্রায় সকলের কাছেই। তবে AC মেশিন কেনার আগে অনলাইন এবং অফলাইনের মধ্যে দামের ফারাকটা মাথায় রাখা কিন্তু একান্ত প্রয়োজন।

Advertisment

অনলাইন প্ল্যাটফর্মগুলি বছরভর নানান অফার নিয়ে আসে। আর সেই সময় আপনি আপনার পছন্দের জিনিসটি বাজার চলতি দামের থেকে অনেকটাই সস্তায় কিনতে পারেন। এসির ক্ষেত্রেও ঠিক তাই। ফ্লিপকার্ট থেকে অ্যামাজন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম এসির উপরে দেয় বিরাট ছাড়। আর সেই ছাড় পেতে মানুষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসি কিনতে ছোটেন। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসি কেনার আগে কিছু বিষয় মাথায় রাখাটা খুবই জরুরি। না হলে হাজার হাজার টাকা লোকসান হতে পারে আপনার। অনলাইনে এসি কিনতে গিয়ে নষ্ট হতে পারে আপনার হাজার হাজার টাকা। এই বিষয়গুলি অনলাইন থেকে এসি কেনার আগে মাথায় রাখুন।

গরমে অতিষ্ঠ মানুষ এবং বাজারে এসি, কুলার ও ফ্যানের চাহিদাও বেড়েছে। আপনি যদি ক্রমবর্ধমান গরমের কারণে একটি নতুন এসি কেনার কথা ভাবছেন, তাহলে এই বিষয়গুলি মাথায় রাখুন যাতে আপনি হাজার হাজার টাকা অপচয় থেকে বাঁচতে পারেন।

১. প্রথমত, জেনে নিন কবে এসি মেশিনটি (এয়ার কন্ডিশনার) তৈরি হয়েছিল অর্থাৎ উৎপাদনের বছরটি। কারণ প্রতি বছর এসি আপডেট হয় এবং এতে নতুন নতুন ফিচার যোগ করা হয়। তাই পুরনো এসি কিনলে টাকা খরচ করেও কম ফিচার পাবেন। এতে আখেরে ক্ষতি কিন্তু আপনারই।

২. এসি কেনার পর বিদ্যুৎ বিল দেওয়াটা একটা বড় বিষয়। তাই কেনার আগেই চিন্তা করা জরুরি। কেনার আগে, যদি ইনভার্টার এবং নন-ইনভার্টার এসির মধ্যে থেকে কোনটি কিনবেন ভেবে না পান তাহলে জানিয়ে রাখি ইনভার্টার এসি কেনাই ভালো। কারণ এই এসিগুলিতে বিদ্যুৎ বিল কম আসে এবং অর্থ সাশ্রয় হবে। তবে ইনভার্টার এসি কিনতে আপনাকে একটু বেশি খরচ করতে হতে পারে।

আরও পড়ুন : < Water Leaking From AC: টেকনিশিয়ান লাগবে না! মুহূর্তেই বন্ধ করুন AC থেকে জল পড়া, সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন >

৩. প্রতিটি AC এর ঠান্ডা করার ক্ষমতা আলাদা-। তাই এসি কেনার সময় ঠান্ডা করার ক্ষমতার কথা মাথায় রাখতে হবে। একটি সাধারণ এয়ার কন্ডিশনারের কুলিং ক্যাপাসিটি 5000 ওয়াট। আরও বেশি ওয়াট মানে আরও শীতল ক্ষমতা। তাই আপনার রুম এবং প্রয়োজন অনুযায়ী এসি কেনা উচিত। কেনার আগে রুমে সাইজ অনুসারে ১ টন, ১.৫ টন নাকি ২ টন এসি প্রয়োজন সেটা ভালো করে জেনেই তবেই বুক করুন।

৪. আরেকটি বিষয় দেখতে হবে তা হল আপনার কোন এসি কিনবেন? উইন্ডো এসি নাকি স্প্লিট এসি। আপনার রুমে যদি উইন্ডো এসি লাগানো যায় এমন একটি জানালা থাকে তাহলে আপনি সেটি কিনতে পারেন এবং যদি আপনার রুমে কোনো জানালা না থাকে কিন্তু আপনি এসি লাগাতে চান তাহলে আপনি স্প্লিট এসি কিনতে পারেন।

৫. এসি ইন্সটলেশনের বিষয় আগে ভালো করে খোঁজ নিয়ে তবেই অনলাইন থেকে এসি কিনুন। সেই সঙ্গে যে এসি কিনবেন তার অফলাইন প্রাইজ আগে যাচাই করে নিন।

Flipkart Electronics Sale flipkart Air Conditioner amazon
Advertisment