বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। ৩মে পর্যন্ত থাকতে হবে ঘরবন্দি হয়ে। শোয়া-বসা ও রান্নাঘরের মাঝে থাকতে গিয়ে আপনি কি অবসাদে ভুগছেন? তাহলে আপনার জন্য রইল রোমাঞ্চকর মিউজিয়াম দেখার সুযোগ। আপনি কি ঘুরতে ভালোবাসেন? ইতিহাস ভালোবাসেন? তাহলে বাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে দেখে নিন মিউজিয়ামের প্রতিটি কোণা।
গুগল আর্ট অ্যান্ড কালচার টিম সম্প্রতি বিশ্বের হাজারেরও বেশি মিউজিয়াম এর সঙ্গে জোট বেঁধে সেই সমস্ত মিউজিয়ামের ছবি তুলে ধরছে ইউজারদের সামনে। ঘরে বসেই আপনি পৌঁছে যাবেন বিশ্বের খ্যাতনামা মিউজিয়ামগুলোতে। শুধুমাত্র ছবি নয়, থ্রি ডাইমেনশনে দেখতে পারবেন প্রতিটি মিউজিয়াম।
কিভাবে দেখবেন?
প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন গুগোল আর্ট এন্ড কালচার অ্যাপ।
এরপর সেখানে গুগল একাউন্টের মাধ্যমে সাইন-আপ করুন।
মেনুতে গিয়ে মিউজিয়ামের নাম খুঁজে নিন। সেখানে ক্লিক করলেই দেখতে পারবেন মিউজিয়াম।
আমরা লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম দেখার চেষ্টা করেছি
এরকমভাবে দেখতে পাবেন মিউজিয়াম
প্রথমে বৃটিশ মিউজিয়াম সার্চ করে সেখানে হিউম্যান আইকনে ক্লিক করতে হয়েছে।
স্ক্রীন ট্রল করার মাধ্যমে আপনি মিউজিয়ামে প্রতিটি জায়গা দেখতে পারবেন।
Read the full story in English