বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে #PlayApartTogether। যার মাধ্যমে বোঝাতে চেয়েছে, বাড়িতে বসে পরিবারের সঙ্গে ইলেকট্রনিক ডিভাইসে গেম খেলুন। সাম্প্রতিককালে করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অক্ষরে অক্ষরে পালন করতে 'গেম ডেভেলপার' 'কিং' সাম্প্রতিককালে জানিয়েছে, 'আনলিমিটেড 'লাইফ' এখন থাকবে মোবাইল গেমে। অর্থাত্্ candy crush saga গেমটিতে হেরে যাওয়ার ভয় থাকবে না।
যে গেম গুলা তে কোন লাইভ লিমিটেড থাকবে না- Candy Crush Saga, Farm Heroes Saga, Bubble Witch 3 Saga, Pet Rescue Saga, Candy Crush Soda Saga, Candy Crush Jelly Saga, Candy Crush Friends Saga
৫ ই এপ্রিল পর্যন্ত নতুন ঘোষণা বরাদ্দ থাকবে। কিন্তু 'লাইফ' কিনতে বহু মানুষ পয়সা খরচ করতে, যাতে লাভ হত গেম কোম্পানিগুলোর। কিন্তু সম্প্রতি একটা মোটা অঙ্কের রোজগার বন্ধ হবে গেম ডেভেলপার কোম্পানির।
আপনি নিজে যদি পরখ করে দেখতে চান তাহলে Candy Crush Saga, Bubble Witch 3, গেমে খেলার সময় দেখতে পাবেন আপনাকে আনলিমিটেড 'লাইফ' দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি হেরে যান তাহলে কোন সমস্যা হবে না। আপনার খেলা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন।
ক্যান্ডি টেস্ট সাগা সহ আরও বেশ কিছু গেমে একটু বেশি ঝোঁক রয়েছে মানুষের। এতদিন কোন রাউন্ড দশবার খেলতে পারলে এখন সেটি আনলিমিটেড লাইফ ফিচার সহ দীর্ঘ সময় ধরে খেলেতে পরবেন। হেরে যাওয়ার ভয় থাকবে না।