/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_2e6840.jpg)
কিভাবে বিনামূল্যে KKR বনাম SRH ফাইনাল ম্যাচ লাইভ দেখবেন?
একদিকে ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলা অন্যদিকে আইপিএল ফাইনাল। কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? কারা হাসবে শেষ হাসি তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
আজ আইপিএল ২০২৪-এর ফাইনাল ম্যাচ। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে KKR (কলকাতা নাইট রাইডার্স) এবং SRH (সানরাইজার্স হায়দ্রাবাদ) । কলকাতার সামনে আজ তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অন্যদিকে হায়দ্রাবাদ স্কোয়াডের লক্ষ্য থাকবে দলকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ান করা।
হায়দ্রাবাদ টিমের কথা বলতে গেলে, সানরাইজার্সের নেতৃত্ব প্যাট কামিন্সের হাতে। অন্যদিকে নাইট রাইডার্সের অধিনায়কত্ব সামলাচ্ছেন শ্রেয়াস আইয়ার। আপনি ঘরে বসে আপনার টিভিতে আইপিএল ২০২৪ ফাইনাল লাইভ দেখতে পারেন, অথবা ম্যাচটি অনলাইন প্ল্যাটফর্মে বিনামূল্যেও দেখা দেখতে পারেন।
KKR বনাম SRH ফাইনাল ম্যাচ কখন লাইভ হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR বনাম SRH) ফাইনাল ম্যাচটি আজ রবিবার, ২৬ মে সন্ধ্যায় অনুষ্ঠিয় হবে।
কোথায় KKR বনাম SRH ফাইনাল ম্যাচ লাইভ খেলা হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (কেকেআর বনাম এসআরএইচ) ফাইনাল ম্যাচটি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
KKR বনাম SRH ফাইনাল ম্যাচ লাইভ কখন শুরু হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (কেকেআর বনাম এসআরএইচ) ফাইনাল ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৭.০০ টায়।
কিভাবে KKR বনাম SRH ফাইনাল ম্যাচ লাইভ দেখবেন?
আপনি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (কেকেআর বনাম এসআরএইচ) ফাইনাল ম্যাচ দেখতে পারেন। আপনি স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে পারবেন।
কিভাবে বিনামূল্যে KKR বনাম SRH ফাইনাল ম্যাচ লাইভ দেখবেন?
আপনি কোন চার্জ ছাড়াই অনলাইনে KKR বনাম SRH ফাইনাল ম্যাচ লাইভ দেখতে পারেন। আপনি আজকের ম্যাচটি Jio Cinema-তে একেবারে বিনামূল্যে দেখতে পারেন।