Advertisment

KTM Electric Scooter: OLA-কে টেক্কা দিতে মরিয়া, বাজারে আসতে চলেছে KTM-র ই-স্কুটার 

বাজারে Ola এবং Ather এর মত ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে KTM এর নতুন ই-স্কুটার।

author-image
IE Bangla Tech Desk
New Update
KTM Electric Scooter launnch date,KTM Electric Scooter , Electric Scooter, KTM ই স্কুটারে

বাজারে Ola এবং Ather এর মত ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে KTM এর নতুন ই-স্কুটার।

KTM Electric Scooter : বাজারে আসতে চলেছে KTM এর নতুন ডিজাইনের ইলেকট্রিক স্কুটার! OLA- কে টেক্কা দিতে বিরাট ঝড় তুলতে চলেছে সংস্থা। আকর্ষণীয় ফিচারের সঙ্গে অত্যন্ত কম দামে পাওয়া যাবে এই ই-স্কুটার।

Advertisment

KTM এর নতুন ডিজাইনের এই ইলেকট্রিক স্কুটার অনায়াসেই টেক্কা দেবে OLA কে! অন্তত এমনই দাবি করেছে সংস্থা। কম দামে পাওয়ারফুল ফিচার পাবেন KTM-এর এই স্কুটারে। শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে নতুন ডিজাইনের ইলেকট্রিক স্কুটার। বাজারে Ola এবং Ather এর মত ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে KTM এর নতুন ই-স্কুটার।

KTM ইন্ডিয়া একটি জনপ্রিয় কোম্পানি যা তার চমৎকার স্পোর্টস বাইকের জন্য পরিচিত। তরুণপ্রজন্মের কাছে এই বাইকগুলি খুবই প্রিয়। এখন এই কোম্পানি ভারতের বাজারে বাইকের পাশাপাশি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার চিন্তা-ভাবনা করেছে। তবে কবে লঞ্চ সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

KTM ইলেকট্রিক স্কুটারের শক্তিশালী ফিচার সম্পর্কে জানুন

KTM-এর এই বৈদ্যুতিক স্কুটারে অ্যালুমিনিয়াম সুইংআর্ম এবং একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই স্কুটারে মিড-মাউন্টেড মোটর এবং ১৪ ইঞ্চি হুইল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এই বৈদ্যুতিক স্কুটারে থাকতে পারে 4kW-এর মোটর। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 45 কিলোমিটার হতে পারে।

KTM ইলেকট্রিক স্কুটার লঞ্চের তারিখ

KTM এই বৈদ্যুতিক স্কুটারটি ২টি ভেরিয়েন্টে লঞ্চ করবে যার মধ্যে আপনি একটি 4 kW ভেরিয়েন্ট এবং একটি 8 kW ভেরিয়েন্ট পাবেন। 8 kW ভ্যারিয়েন্টটি ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

আরও পড়ুন : < Oneplus nord ce 4 lite: ২০ হাজারের কমে লঞ্চ OnePlus-র নয়া স্মার্টফোন! Nord CE 4 lite ঘিরে তুঙ্গে উত্তেজনা >

KTM ইলেকট্রিক স্কুটারের আনুমানিক দাম জেনে নিন

KTM-এর এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। কিন্তু সূত্রের খবর, কোম্পানি এই স্কুটারটি ২ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে লঞ্চ করতে পারে।

Tech News Electric scooter
Advertisment