Advertisment

Laptop Blast: অসতর্ক হলেই হতে পারে বড়সড় বিপদ, এই সামান্য ভুলে ফেটে যেতে পারে আপনার ল্যাপটপ

সামান্য ভুলে ফেটে যেতে পারে আপনার ল্যাপটপ।

author-image
IE Bangla Tech Desk
New Update
"laptop tips and tricks, laptop tricks in hindi, tips and tricks in hindi, Laptop Blast, Laptop Burst, Laptop Fire, Laptop Mistakes, Laptop Overheating issue, Laptop Overheating problem, Laptop Overheating solution, Laptop Battery,

সামান্য ভুলে ফেটে যেতে পারে আপনার ল্যাপটপ।

একটু অসতর্ক হলেই আসতে পারে বড়সড় বিপদ! ল্যাপটপ ফেটে মুহূর্তেই হতে পারে বিরাট ক্ষতি । হ্যাঁ ঠিকই শুনেছেন। সামান্য ভুলে ফেটে যেতে পারে আপনার ল্যাপটপ।

Advertisment

আপনি কি জানেন যে আপনার ফোনের মতো আপনার ল্যাপটপও সামান্য ভুলের কারণে ফেটে গিয়ে বড়সড় বিপত্তি সৃষ্টি করতে পারে? অবাক হলেও এটা সত্যি। সামান্য অসাবধানতার কারণে আপনার সাধের ল্যাপটপে আগুন লেগে যেতে পারে যার কারণে ল্যাপটপ ফেটে গিয়ে আপনি আহত হতে পারেন। পাশাপাশি নষ্ট হতে পারে আপনার সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ ডেটাও। কিছু সামান্য বিষয় খেয়াল রাখলে ল্যাপটপকে বিস্ফোরণের হাত থেকে বাঁচাতে পারবেন।

আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে আজকের তথ্যটি আপনার বিশেষ কাজে আসবে। ল্যাপটপ চালানোর সময়, সিস্টেমটি কিছু সংকেত দেয় যা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি এই সংকেতগুলি উপেক্ষা করেন তবে আপনার ল্যাপটপ হয় দ্রুত নষ্ট হয়ে যাবে বা তাতে বিস্ফোরণও হতে পারে।

ল্যাপটপ ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। অনেক সময় মানুষ ল্যাপটপ খুব বেশি গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হন। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে সিস্টেমে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা কেন হয়?

ল্যাপটপ ওভারহিটিং সমস্যা: কেন এই সমস্যা দেখা দেয়?

নতুন ল্যাপটপের তুলনায় পুরানো ল্যাপটপে এই সমস্যা বেশি দেখা যায়। এর পেছনে শুধু একটি নয় অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন ল্যাপটপে লাগানো কুলিং ফ্যান ঠিকমতো কাজ না করার কারণে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়।

কুলিং ফ্যান ছাড়াও আরেকটি কারণ হতে পারে ল্যাপটপে যে জায়গা থেকে তাপ বের হয় সেখানে ধুলো জমে তাপ ঠিকমতো বের হতে পারে না। ল্যাপটপে জমে থাকা ধুলো বালি দু-চার দিন অন্তর পরিষ্কার করুন। ল্যাপটপ থেকে তাপ ঠিকমতো বের না হলে অতিরিক্ত গরমের সমস্যা থেকে যাবে।

ভুল করেও এটি উপেক্ষা করবেন না, যদি আপনি এটি উপেক্ষা করেন তবে আপনার ল্যাপটপের ব্যাটারি ফেটে যেতে পারে যার ফলে ল্যাপটপে আগুন ধরে যেতে পারে। যদি ল্যাপটপ শুধুমাত্র চার্জিংয়ে চলে, তাহলে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। দোকানদার বা সার্ভিস সেন্টার যদি আপনাকে বলে যে ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাহলে টাকা বাঁচাতে ব্যাটারি বদল না করার ভুল করবেন না। যদি ব্যাটারি ফুলে যায় তাহলে অবিলম্বে তা বদলে ফেলুন। না হলে ল্যাপটপ চালানোর সময় ব্যাটারি ফেটে যাওয়ার কারণে আপনার ল্যাপটপটি পুড়ে ছাই হয়ে যেতে পারে।

smartphone laptop
Advertisment