করোনা ভাইরাসের জেরে মানবসভ্যতার ক্ষতির পরিমাণ দিন দিন বেড়ে চললেও, পৃথিবী এখন স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে। সেরে উঠছে তার ক্ষতস্থান। প্রকৃতির উপর ধূসর রঙের চাদর এখন ধুয়ে মুছে সাফ। সবুজ, নীল, রঙ গাঢ় হয়েছে। অক্সিজেনের স্তর বেড়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ, সেরে উঠছে ওজেন স্তরের ক্ষত। বিজ্ঞানীরা মনে করেন, এই ক্ষত না সারলে মানবসভ্যতার জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ। করোনার ভাইরাসের জেরে প্রকৃতি এখন অনেকটা সুস্থ, তার পারদ নেনেছে। তাই মনে করা হচ্ছে করোনা ভাইরাসের জেরে ওজোন স্তরে ক্ষতস্থান একটু একটু করে সেরে উঠছে।
ইউরোপের স্পেস এজেন্সি দাবি করেছে উত্তর মেরুতে যে মিনি হোল তৈরি হয়েছে তা সেরে উঠছে। কপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটারিং সার্ভিস ও কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ টুইটারে এমনটাই জানাচ্ছে।
Read the full story in English