Largest Ocean : পৃথিবীর তলদেশে বিরাট মহাগাগর! বিজ্ঞানীদের আজব আবিষ্কার সাড়া ফেলল

Largest Ocean : বদলে যেতে চলেছে পৃথিবীর মহাসাগরের তালিকা? বিজ্ঞানীরা সম্প্রতি একটি বিশালাকার মহাসাগরের সন্ধান পেয়েছেন যা সকল মহাসাগরের চেয়ে তিন গুণ বড়।

Largest Ocean : বদলে যেতে চলেছে পৃথিবীর মহাসাগরের তালিকা? বিজ্ঞানীরা সম্প্রতি একটি বিশালাকার মহাসাগরের সন্ধান পেয়েছেন যা সকল মহাসাগরের চেয়ে তিন গুণ বড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
largest ocean

Largest Ocean : বিজ্ঞানীদের আজব আবিষ্কার, চমকে উঠল বিশ্ববাসী। পৃথিবীর 700 কিলোমিটার নীচে 'সবচেয়ে বড় মহাসাগর'-এর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চোখ কপালে তোলার মত খবরে তোলপাড় বিশ্ব। বিজ্ঞানীরা পৃথিবীর প্রায় 700 কিলোমিটার গভীরে আরও একটি মহাসাগর আবিষ্কার করেছেন। যা পৃথিবীর সমস্ত মহাসাগরের মিলিত চেয়ে তিন গুণ বড়। 

Advertisment

বদলে যেতে চলেছে পৃথিবীর মহাসাগরের তালিকা? বিজ্ঞানীরা সম্প্রতি একটি বিশালাকার মহাসাগরের সন্ধান পেয়েছেন যা সকল মহাসাগরের চেয়ে তিন গুণ বড়। এটি পৃথিবীর 700 কিলোমিটার নীচে আবিষ্কৃত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পৃথিবীর আবরণে একটি ষষ্ঠ মহাসাগর আবিষ্কার করেছেন।

'মধ্যবিত্ত'দের মুখে চওড়া হাসি! TVS iQube ই-স্কুটারে পান ২০ হাজারের বিশেষ ছাড়

Advertisment

আমাদের পৃথিবীতে প্রধানত তিনটি স্তর রয়েছে। এর মধ্যে উপরের পাতলা পৃষ্ঠ, যার উপর জল, মাটি, প্রাণের অস্তিত্ব রয়েছে। এর নীচে খনিজ পদার্থ দিয়ে তৈরি ম্যান্টেল রয়েছে, যা সবচেয়ে ভিতরের এবং তৃতীয় স্তর - কোর পর্যন্ত যায়। কোরকে তরল পদার্থে ভরা বলা হয় যেখানে এত তাপ থাকে যে কঠিন আকারে কিছুই থাকতে পারে না।
 

অফার শুনেই চমকে যাবেন, ১০ হাজারের কমে পান OnePlus-র স্মার্টফোন

প্রশ্ন হল, পৃথিবীর 700 কিলোমিটার ভিতরে সমুদ্র কিভাবে আবিষ্কৃত হল? এ কাজে সিসমোগ্রাফের সাহায্য নেন বিজ্ঞানীরা। আমেরিকা জুড়ে সিসমোগ্রাফের ব্যবস্থা করা হয়েছিল। এগুলো এমন তরঙ্গ, যা পৃথিবীর গভীরে গিয়ে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তথ্য দিতে পারে। বিজ্ঞানীরা 500 টিরও বেশি ভূমিকম্প নিয়ে গবেষণা করেছেন। তাঁরা জানতে পেরেছেন ম্যান্টেলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি নির্দিষ্ট এলাকায় তরঙ্গের গতি কমে যায়। এর থেকে বিজ্ঞানীরা জানতে পারেন পাথরের মধ্যে জল রয়েছে।  বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই জল পৃথিবীতে উপস্থিত মহাসাগরগুলির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

science Earth