Advertisment

Car Tips: গাড়ির কম মাইলেজ নিয়েও বিরক্ত? মেনে চলুন এই টিপস, খরচ বাঁচবে অনেকটাই!

আপনার গাড়ির কম মাইলেজ নিয়েও বিরক্ত? সহজ কিছু টিপস মেনে অনায়াসেই বাড়ান গাড়ির মাইলেজ। একদিকে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। তার মাঝে গাড়ির কম মাইলেজ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সামান্য কিছু টিপস মেনে চললে সহজেই আপনি পেতে পারেন ১০ শতাংশ এক্সট্রা মাইলেজ। কীভাবে জানতে সম্পুর্ণ প্রতিবেদনটি পড়ুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
car tips boost your cars mileage

আপনার গাড়ির কম মাইলেজ নিয়েও বিরক্ত? সহজ কিছু টিপস মেনে অনায়াসেই বাড়ান গাড়ির মাইলেজ।

Car Tips: আপনার গাড়ির কম মাইলেজ নিয়েও বিরক্ত? সহজ কিছু টিপস মেনে অনায়াসেই বাড়ান গাড়ির মাইলেজ। একদিকে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। তার মাঝে গাড়ির কম মাইলেজ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সামান্য কিছু টিপস মেনে চললে সহজেই আপনি পেতে পারেন ১০ শতাংশ এক্সট্রা মাইলেজ। কীভাবে জানতে সম্পুর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Advertisment

গাড়ি চালানোর সময় আমরা জেনে বা না জেনে এমন কিছু ভুল করে থাকি যার কারণে কম মাইলেজ পাই। কম মাইলেজের কারণে, ঘন ঘন রিফুয়েলিংয়ের প্রয়োজন হয় যা গাড়ি চড়ার খরচকে বাড়িয়ে তোলে। কিন্তু গাড়ি চালানোর সময় কিছু বিষয় মাথায় রাখলে সহজেই ১০ শতাংশ পর্যন্ত মাইলেজ বাড়ানো যেতে পারে।

টায়ারে সঠিক পরিমাণ হাওয়া

রাস্তায় গাড়ি চালানোর সময়, গাড়ি এবং রাস্তার মধ্যে যোগাযোগ শুধুমাত্র টায়ারের মাধ্যমে হয়। এমন পরিস্থিতিতে, টায়ারে সঠিক পরিমাণে হাওয়া থাকা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায়, গাড়িটি তার ক্ষমতার চেয়ে বেশি জ্বালানী খরচ করবে এবং গাড়ির মাইলেজ কমে যাবে।

গতিতে মনোযোগ দিন

যখনই গাড়ি চালাবেন, খেয়াল রাখবেন হঠাৎ করে গতি বাড়িয়ে দেবেন না। সর্বদা ধীরে ধীরে গতি বাড়ান, এটি করে সহজেই মাইলেজ বাড়ানো যেতে পারে। শহরের রাস্তায় যত কম যানজট থাকুক না কেন, সর্বদা ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালান। হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে গতিসীমা ৮০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে রাখার চেষ্টা করুন। এতে করে আপনি ভালো মাইলেজ পাবেন।

সার্ভিসিং গুরুত্বপূর্ণ

গাড়ি সার্ভিস করাতে দেরি করবেন না। নির্ধারিত সময়ের কিছু আগেই গাড়ি সার্ভিস করুন। এতে করে গাড়ির আয়ুষ্কালও বাড়ে এবং গাড়ির অভ্যন্তরীণ যন্ত্রাংশও দ্রুত নষ্ট হয় না।

এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন

এয়ার ফিল্টারের মাধ্যমেই গাড়ির ইঞ্জিনে পরিষ্কার বাতাস পৌঁছায়। এমন পরিস্থিতিতে, এয়ার ফিল্টার নোংরা হয়ে গেলে, সঠিক পরিমাণে পরিষ্কার বাতাস ইঞ্জিনে পৌঁছাবে না। যার কারণে ইঞ্জিনকে তার ক্ষমতার চেয়ে বেশি কাজ করতে হবে, যা জ্বালানি খরচও বেড়ে যায় ।

< BSNL vs Jio: সোয়ানে সোয়ানে টক্কর! BSNL, jio-র মারকাটারি এই প্ল্যান এখন জোর চর্চায় >

Tech News Auto Mobile
Advertisment