নোকিয়ার পাঁচ ক্যামেরায় কুপোকাত বাকি স্মার্টফোন নির্মাতা
এক ক্লিকে, পাঁচ ক্যামেরার অত্যাধুনিক সেন্সর একসঙ্গে কাজ করবে। উঠবে হাই রেজোলিউশন ছবি। তিন মনোক্রমেটিং, দুটি RBG সেন্সর সহ ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে নোকিয়ার আপকামিং ফোনটিতে।
যেমনভাবে ছুটছে মেগাপিক্সেলের সংখ্যা ঠিক তেমন ভাবেই বেড়ে চলেছে ক্যামেরা সংখ্যা। একটি ফোনে থাকবে একাধিক ক্যামেরা। এটাই বর্তমান ট্রেন্ড। স্যামসাংয়ের চার ক্যামেরার ফোনে মার্কেট ধাতস্থ হতে না হতেই নোকিয়া নিয়ে আসতে চলেছে পাঁচ ক্যামেরার ফোন। লম্বা বা অনুভুমিকভাবে নয়, এবার ফোনে গোল করে থাকবে পাঁচ রিয়ার ক্যামেরা।
Advertisment
এই ফোনের পরিকাঠামো নিয়ে কয়েকমাস আগে অবশ্য আভাস মিলেছিল। তবে তা কতটা সত্য তা নিয়ে অনিশ্চিয়তা ছিল। অবশেষে কোম্পানি জানিয়েছে, ভারতের বাজারে আগামী ৬ জুন লঞ্চ হবে, Nokia 9 PureView।
ইতিমধ্যে বার্সেলোনায় অনুষ্ঠিত ২০১৯ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হয়ে গেছে নোকিয়ার এই ফোন। সেখানে উল্লেখ করা হয়েছিল Nokia 1 Plus ফোনের নাম ও ফিচার সহ স্পেসিফিকেশন, পাশাপাশি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হওয়ার আশ্বাসও দিয়েছিল কোম্পানি। তবে ভারতে আপকামিং ফোন লঞ্চের তালিকায় ছিল না Nokia 9 PureView এর নাম।
কী কী স্পেসিফিকেশন আছে Nokia 9 PureView ফোনে ?
১. মোবাইল বাজারে শিরোনাম আঁকড়ে ধরেছে Nokia 9 PureView। যার একমাত্র কারণ পাঁচ ক্যামেরা। কোম্পানি জানিয়েছে, এক ক্লিকে, পাঁচ ক্যামেরার অত্যাধুনিক সেন্সর একসঙ্গে কাজ করবে। উঠবে হাই রেজোলিউশন ছবি। তিন মনোক্রমেটিং, দুটি RBG সেন্সর সহ ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে নোকিয়ার আপকামিং ফোনটিতে।
২. PDAFফোকাস ক্ষমতা সহ ডিফল্ট সেটিংসে RAW মোডে ছবি তোলা যাবে Nokia 9 PureView ফোনে। একটি তোলা ছবিকে ৬০ থেকে ২৪০ মেগাপিক্সেলে চালনা করবে সফটওয়ার।
৩. 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে তার জন্য কাজ করবে পাঁচ ক্যামেরার মধ্যে একটি লেন্স। তবে বিশেষজ্ঞদের মতে ছবি তোলার ক্ষেত্রে স্টেবিলাইজেশন নেই Nokia 9 PureView ফোনে। তবে ভিডিও তোলার ক্ষেত্রে সেই সুবিধা মিলবে ।
৪. HDR,পোট্রেট মোড সহ ১২০০ লেয়ার ডেপথের ছবি তুলতে পারদর্শী Nokia 9 PureView ফোনটি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের চলা ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড পাই এবং অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম। মনে করা হচ্ছে ভারতের বাজারে Nokia 9 PureView ফোনের দাম হবে ৪৮,০০০ টাকা।