Advertisment

Lava Yuva 5G: বাজারে লঞ্চ হল 'মেড-ইন-ইন্ডিয়া স্মার্টফোন', দাম শুনলে চমকে যাবেন

Lava Yuva 5G মডেলে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে।

IE Bangla Web Desk এবং IE Bangla Tech Desk
New Update
Lava Yuva 5G,Lava,smartphone,Tech news, lava yuva 5g launch,lava smartphones,lava yuva 5g launch date,best smartphone under 10000,lava smartphone,lava upcoming smartphone,lava latest smartphone,lava yuva 2 launched,upcoming lava smartphone,smartphones,5g smartphones,

Lava Yuva 5G মডেলে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে।

Lava Yuva 5G Launched: কার্ভড ডিসপ্লে এবং 5000 mAh ব্যাটারি, দুর্দান্ত ফিচার বাজারে লঞ্চ হল 'মেড-ইন-ইন্ডিয়া ফোন', দাম শুনলে চমকে যাবেন।

Advertisment

লাভা তার নতুন 5G স্মার্টফোন, Lava Yuva 5G লঞ্চ করেছে। ফোনটিতে একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে, UNISOC T750 চিপসেট, 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।

মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন ব্র্যান্ড লাভা তাদের নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে। বেশ অনেকদিন পর 5G স্মার্ট ফোন লঞ্চ করল লাভা। Lava Yuva 5G মডেলে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে। লাভার এই সর্বশেষ ফোনটি শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন, লাভা ই-স্টোর এবং লাভা রিটেইল আউটলেটের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ। এই ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ কনফিগারেশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন - < Portable AC: দেওয়ালে AC টাঙানোর দিন শেষ, এখন পছন্দের জায়গায় Portable AC রেখে পান হিমশীতল অনুভূতি >

Lava Yuva 5G স্মার্টফোনের 64GB স্টোরেজ সহ মডেলটির দাম মাত্র 9,499 টাকা এবং 4GB RAM সহ 128GB স্টোরেজ সহ মডেলটির দাম 9,999 টাকা। ৫ জুন থেকে অ্যামাজন, লাভা ই-স্টোর এবং লাভা রিটেইল আউটলেট থেকে এই ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে।

জেনে নিন কী কী ফিচার রয়েছে এই ফোনে

Lava Yuva 5G স্মার্টফোনে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে, UNISOC T750 চিপসেট এবং 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং আরেকটি 2MP ক্যামেরা সেন্সর। এই ফোনে 5000mAH ব্যাটারি আছে। উপরন্তু, এটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আরও পড়ুন- < How to Choose AC Online: অনলাইনে AC-কেনার আগে চটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি, নাহলেই বিরাট ক্ষতি কেউ রুখতে পারবেন না! >

এছাড়াও কোম্পানি এই ফোনের ব্যাপারে Android 14 এবং দু বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। যদি আপনার বাজেট ১০হাজার টাকার কম হয় তবে এই ফোনটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

smartphone Lava 5G 5G smartPhone
Advertisment