Laptop in Budget: ল্যাপটপের বাজারে বিরাট বিস্ফোরণ! মাত্র ৯ হাজারে Lenovo-এর সবচেয়ে বড় চমক

Budget Laptop: মাত্র ৯৯৯৯ টাকায় Lenovo 100e Chromebook কিনুন! পাবেন ১৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ১১.৬ ইঞ্চি HD ডিসপ্লে, গুগল জেমিনি সাপোর্ট, সঙ্গে ইউটিউব প্রিমিয়াম ফ্রি।

Budget Laptop: মাত্র ৯৯৯৯ টাকায় Lenovo 100e Chromebook কিনুন! পাবেন ১৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ১১.৬ ইঞ্চি HD ডিসপ্লে, গুগল জেমিনি সাপোর্ট, সঙ্গে ইউটিউব প্রিমিয়াম ফ্রি।

author-image
IE Bangla Tech Desk
New Update
laptops

দুর্দান্ত ফিচার্স চমকে দেবে

Budget Laptops India: মাত্র ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Lenovo ল্যাপটপ। ১৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। আপনি যদি এমন একটি ল্যাপটপ খুঁজে থাকেন যা অল্প বাজেটের মধ্যে পাওয়া যেতে পারে আবার দৈনন্দিন কাজও করা যাবে, তাহলে Lenovo 100e Chromebook হতে পারে আপনার সেরা পছন্দ। মাত্র ৯৯৯৯ টাকায় Flipkart-এ পাওয়া যাচ্ছে এই অসাধারণ ল্যাপটপটি। একবার চার্জেই যা দিতে পারে ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। 

Advertisment

Lenovo 100e Chromebook-এর মূল ফিচার:

  • ডিসপ্লে: ১১.৬ ইঞ্চির এইচডি রেজোলিউশন সহ ২৫০ নিটস পিক ব্রাইটনেস, ৬০ হার্জ রিফ্রেশ রেট

  • পারফরম্যান্স: মিডিয়াটেক কম্পেনিও ৫২০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ

  • ক্যামেরা: প্রাইভেসি শাটার সহ ৭২০ পিক্সেল এইচডি ফ্রন্ট ক্যামেরা

আরও পড়ুন- জুলাইয়ে বিরাট ধামাকা! তৈরি থাকুন, বিরাট চমক নিয়ে আসছে হিরো, অভিজ্ঞতা বদলে যাবে

Advertisment
  • ব্যাটারি: একবার চার্জে ১৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে

  • অতিরিক্ত সুবিধা: গুগল জেমিনি সাপোর্ট, মিলিটারি গ্রেড বিল্ড, ব্লুটুথ ৫.১

আরও পড়ুন- সবচেয়ে সস্তা পোর্টেবল এসি! নেই ফিটিংয়ের ঝামেলা, ৫০০ টাকারও কমে মিলবে বিরাট স্বস্তি

অতিরিক্ত বেনিফিট:

এই ল্যাপটপের সঙ্গে আপনি পাচ্ছেন:

  • ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ

  • ৩ মাসের ইউটিউব প্রিমিয়াম অ্যাক্সেস

  • ১ বছরের ওয়ারেন্টি

আরও পড়ুন- স্মার্টফোনের বাজারে 'বিরাট বিস্ফোরণ'! বিশ্বের সবচেয়ে পাতলা iPhone 17 Air লঞ্চে Galaxy S25 Edge-কে টেক্কা অ্যাপেলের

ডিসকাউন্ট অফার:

Flipkart-এ এই Lenovo ল্যাপটপটি এখন ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। উপরন্তু, আপনি যদি Bank of Baroda, Axis Bank বা SBI-এর EMI অপশন ব্যবহার করেন, তাহলে অতিরিক্ত ১০% ছাড় (সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত) পেতে পারেন।

আরও পড়ুন- বৃষ্টিতে AC থেকে টপটপ করে জল পড়ছে? টেকনিশিয়ান না ডেকে মুহূর্তে সমাধান, কীভাবে?

কেন কিনবেন এই ল্যাপটপ?

এই Chromebook মূলত ছাত্রছাত্রী ও হালকা অফিস ওয়র্কের জন্য আদর্শ। Google Workspace অ্যাপের জন্য এটি উপযুক্ত এবং দীর্ঘ ব্যাটারি লাইফের কারণে ভ্রমণ বা দীর্ঘ সময়ের ব্যবহারের জন্যও এটি চমৎকার।

India Laptops Budget