Advertisment

Lenovo Z5 Pro; চার টিবি স্টোরেজের সঙ্গে নচ ডিজাইন

কোম্পানি দাবি করেছে যে এটি ৪ টিবি এক্সটারনাল স্টোরেজের সুবিধা থাকবে ফোনটিতে যা স্মার্টফোন দুনিয়ায় প্রথম। তবে তা কতটা সঠিক তা নিয়ে রয়েছে প্রশ্ন। Lenovo Z5 Pro ফোনটিতে থাকবে ৩,৩০০ এমএএইচ ব্যাটারি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোটোরোলা ওয়ান পাওয়ার ফোনটিতে নচ ডিজাইন আনলেও লেনোভো কিন্তু নিজের কোনো হ্যান্ডসেটে এখনও সেই আউটলুক নিয়ে আসেনি। Lenovo Z5 ফোনটি লঞ্চের সময় কোম্পানি বেজেল লেস ফোন আনার কথা ঘোষণা করেছিল। সে সময়  Lenovo Z5 ফোনটির টিজারের সত্যতা নিয়ে  জল্পনাকল্পনা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে 'বেজেল লেস' ভার্সন নিয়ে আসছে তার নাম Lenovo Z5 Pro।

Advertisment

লোনোভো ভিপি চ্যাং চেন প্রকাশ্যে নিয়ে এসেছেন ফোনটির কয়েকটি টিজার। Lenovo Z5 Pro ফোনটিতে থাকবে এজ টু এজ ডিসপ্লে। যা Lenovo Z5 এ ছিল না। চিনে ১ অক্টোবর লঞ্চ হয়েছে লোনোভোর প্রথম বেজেল লেস স্মার্টফোন। আগামিকাল ভারতে লঞ্চ হবে Lenovo Z5 Pro।

লেনোভোর এক আধিকারিক জানিয়েছেন, "ভারতে জাতীয় ছুটির দিনও ওভারটাইম কাজ করবেন কর্মচারীরা ফোনটির লঞ্চের কারণে ... আগামিকাল লঞ্চ হবে ফোনটি..." যদিও Lenovo Z5 Pro সম্পর্কে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তা সমস্তটাই সাম্প্রতিক কালের একটি অনলাইন ভিডিও মাধ্যমে লিক হয়ে গেছে, বেজেল লেসের পাশাপাশি ফোনটিতে ম্যানুয়ালি থাকবে ক্যামেরা স্লাইডার।

আগে লেনোভো দাবি করেছিল যে, ৯৫ শতাংশ স্ক্রিন-টু-বডিতে পাওয়া যাবে Z5। তবে তা কতটা সত্য তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। Lenovo Z5 Pro এ ফোনটিতে থাকতে পারে ৬ জিবি র‌্যামের সঙ্গে ৬৪ ও ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ। এর আগে কোম্পানি দাবি করেছে যে এটি ৪ টিবি এক্সটারনাল স্টোরেজের সুবিধা থাকবে ফোনটিতে যা স্মার্টফোন দুনিয়ায় প্রথম। তবে তা কতটা সঠিক তা নিয়ে রয়েছে প্রশ্ন। Lenovo Z5 Pro ফোনটিতে থাকবে ৩,৩০০ এমএএইচ ব্যাটারি।

Lenovo Z5 এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে ৬.২ ইঞ্চির FHD + ২২২৬ × ১০৮০ পিক্সেলের রেজোলিউশনের নচ ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর, ডুয়াল ১৬ এমপি রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা থাকবে।।

lenovo
Advertisment