Advertisment

LIC Unclaimed Maturity: LIC-তে পড়ে দাবিহীন ৮৮০ কোটি, আপনার কষ্টের টাকা তালিকায় নেই তো, জানুন সহজেই!

LIC Unclaimed Maturity: দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি এলআইসির কোটি কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে আছে। লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এই বিপূল পরিমাণ অর্থ ৩,৭২,২৮২ জন পলিসি হোল্ডারের। যারা ম্যাচিউরিটির সুবিধা নেন নি।

author-image
IE Bangla Tech Desk
New Update
LIC unclaimed maturity amounts:

মা কোম্পানির কাছে পড়ে রয়েছে ৮৮০ কোটি টাকা।

LIC Unclaimed Maturity: এলআইসি পলিসি করেও ভুলে গিয়েছেন সেই পলিসির কথা! বীমা কোম্পানির কাছে পড়ে রয়েছে  ৮৮০ কোটি টাকা।  

Advertisment

আপনি কী এলআইসির সেই তালিকায় রয়েছেন? মুহূর্তেই জেনে নিন বীমা কোম্পানির কাছে আপনার কোন দাবিহীন রাশি পড়ে আছে কিনা।  

দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি এলআইসির কোটি কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। সেই দাবিহীন অর্থের পরিমাণ ৮৮০ কোটি টাকা। এলআইসি ২০২৩-২০২৪ অর্থবর্ষে   দাবিবিহীন ৮৮০.৯৩কোটির কথা জানিয়েছে। লোকসভায় এই তথ্য জানিয়েছেন স্বয়ং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি এলআইসির কোটি কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে আছে। কেউ এই দাবিহীন টাকার দাবি এখনো পর্যন্ত করেনি। লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এই বিপূল পরিমাণ অর্থ  ৩,৭২,২৮২ জন পলিসি হোল্ডারের। যারা ম্যাচিউরিটির সুবিধা নেন নি। আপনি যদি LIC পলিসির প্রিমিয়াম দেওয়ার পরও ম্যাচিউরিটির সুবিধা না নিয়ে থাকেন তাহলে এখনই আপনি বীমা কোম্পানির কাছে ম্যাচিউরিটির দাবি করুন। 

Advertisment

ইলেকট্রিক স্কুটারের বাজারে তোলপাড়, প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১৭ পয়সা

প্রথমত, আপনার কষ্টের টাকা এলআইসিতে পড়ে আছে কিনা তা জানতে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে তা জেনে নি । LIC পলিসিতে দাবিহীন  অর্থ চেক করতে আপনার কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে। অনলাইন ছাড়াও, আপনি এলআইসি অফিসে গিয়েও পরীক্ষা করে দেখতে পারেন এই বিপূল পরিমাণ টাকার মধ্যে আপনার কোন পলিসি রয়েছে কিনা!  

এর জন্য আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে 

  • এলআইসি পলিসি নম্বর
  • পলিসি হোল্ডারের নাম
  • পলিসি হোল্ডারের জন্ম তারিখ
  • প্যান কার্ড নম্বর

অনলাইনে কীভাবে চেক করবেন

  • LIC ওয়েবসাইট https://licindia.in/home দেখুন
  • হোমপেজে কাস্টমার সার্ভিসে ক্লিক করুন।
  • Unclaimed Amounts of Policyholders এর বিকল্পটি নির্বাচন করুন
  • পলিসি নম্বর, নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ডের বিবরণ পূরণ করুন
  • আপনি জমা দেওয়ার সাথে সাথে আপনি সম্পূর্ণ বিবরণ পাবেন।

 যে পলিসিগুলির মেয়াদ পূরণ হওয়ার পরও কেউ দাবি করেননি  সেগুলি দাবিহীন সম্পত্তির তালিকায় রাখা হয়।  যদি কোনো পরিমাণ ১০ বছরের জন্য দাবিহীন  থেকে যায়, তাহলে তা সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তরিত করা হয়। এটি প্রবীণ নাগরিকদের কল্যাণের কাজে ব্যবহৃত হয়।

lic
Advertisment