Advertisment

PAN এবং Aadhaar সঠিক ভাবে লিঙ্ক করা হয়েছে কিনা জানবেন কীভাবে?

দেরি না করে আজই দেখে নিন আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করা আছে কিনা!

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

৩১ মার্চের মধ্যে কীভাবে প্যান এবং আধার লিঙ্ক করবেন জেনে নিন পদ্ধতি

আপনি কি আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করেছেন? সরকারের তরফে আধারের সঙ্গে প্যানের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করে সরকার। তবে অনেকেই আছেন যারা এখনও তাদের আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করাননি।

Advertisment

এটি না করালে ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন এমনকি এর জন্য আপনাকে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এই জরিমানার পরিমাণ হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত। এখন আপনি প্যানের সঙ্গে আধার লিঙ্ক করেছেন সেটা ঠিকমত সফল হয়েছে কি না তা জানারও একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তাই আর দেরি না করে আজই দেখে নিন আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করা আছে কি না! যদি না থাকে তাহলে কীভাবে করবেন তারও বিস্তারিত বিবরণ এই প্রতিবেদনে রইল।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ, আয়কর রিটার্ন দাখিল করা, ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য আবেদন করা, এমনকি মোটর গাড়ি বিক্রি বা কেনার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। আপনি যদি আপনার PAN কে আধারের সঙ্গে লিঙ্ক করে থাকেন, তাহলে নিচে উল্লিখিত প্রক্রিয়াটি অনুসরণ করুন:

আপনার প্যান এবং আধার লিঙ্ক করা আছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন-

• প্রথমে www.incometax.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।

• ওয়েবসাইটের পেজে ‘Our Services’এ লিংক আধারের অপশন দেওয়া থাকবে।

• সেই অপশনের তলায় ‘Link Aadhaar Know About your Aadhaar PAN linking Status’ অপশনে ক্লিক করতে হবে।

• সেখান থেকে একটি নতুন উইন্ডো আসবে, যেখানে নিজের Aadhar ও PAN সম্পর্কিত যাবতীয় নথি প্রদান করতে হবে।

• সমস্ত নথি জমা দেওয়ার পর 'View Link Aadhar Status' অপশনে ক্লিক করতে হবে।

এবার Aadhar-Pan সংযুক্ত হয়েছে কিনা তা দেখা যাবে।

৩১ মার্চের মধ্যে কীভাবে প্যান এবং আধার লিঙ্ক করবেন জেনে নিন পদ্ধতি-

• www.incometaxindiaefiling.gov.in খুলুন এবং 'লিঙ্ক আধার'-এ ক্লিক করুন

• আপনার প্যান নম্বর, আধার নম্বর, আপনার পুরো নাম এবং অন্যান্য বিবরণ লিখুন।

• ক্যাপচা কোড লিখুন।

• 'লিঙ্ক আধার' বোতামে ক্লিক করুন।

• এছাড়াও প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত না করা হলে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ এই দুই নম্বরে SMS পাঠিয়ে সংযুক্ত PAN ও Aadhar সংযোগ করা যেতে পারে।

PAN Aadhaar link
Advertisment