রাজ্যের মধ্যে যাতায়াত করতে ই-পাস পাবেন কোথায়? জেনে নিন

এসএমএস এর মধ্যে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই ই পাস ডাউনলোড করতে পারবেন।

এসএমএস এর মধ্যে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই ই পাস ডাউনলোড করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশজুড়ে চলছে লকডাউন ৪.০। কিন্তু লকডাউনের এই পর্বকে খানিক শিথিল রাখা হয়েছে। অর্থনৈতিক দিক থেকে যে চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপ লঘু করতেই বেশ কিছু পরিষেবায় ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। জরুরি প্রয়োজন হলে মানুষ এখন নিজের শহরে যেতে পারবেন। কিন্তু রাজ্যের মধ্যেই যাতায়াত করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন ই-পাস।

Advertisment

ই পাস পেতে আপনাকে যেতে হবে রাজ্য সরকারের ওয়েবসাইটে। (http://serviceonline.gov.in/epass/)। এখানে ই পাসের জন্য ই পাসের আবেদন করতে পারবেন আপনি।

তবে এই ওয়েবসাইট শুধুমাত্র ১৭ টি রাজ্যের মানুষ ব্যবহার করতে পারবেন। এই একটাই ওয়েবসাইট আপনার রাজ্যের ওয়েবাসাইটে পৌঁছে দেবে।

Advertisment

ওয়েবসাইটে পৌঁছে ফোন নম্বর রেজিস্টার করলে আপনার ফোনে আসা ওটিপি নথিভুক্ত করতে হবে। এরপর আপনার কাছে কিছু ব্যক্তিগত তথ্য জানতে চাইবে ওয়েবসাইট। । এরপর আপনি ই পাস পেলেন কিনা, তা এসএমএস মারফত জানতে পারবেন। এসএমএস এর মধ্যে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই ই পাস ডাউনলোড করতে পারবেন।

Read the full story in English

corona COVID-19 corona virus