/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/alipay-crash.jpg)
প্রথম চীনের উহান প্রদেশে এই করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই লকডাউন ঘোষণা করে চিন প্রশাসন। হঠাৎই থমকে যায় উহান। এখন সেখানে লকডাউন উঠেছে, ধীরে ধীরে সচল হচ্ছে গোটা এলাকা। কিন্তু এই সময় বিয়ে করার হুজুগ লেগেছে কয়েক হাজার যুবক যুবতীর। এই যুগলদের গুঁতোয় ক্র্যাশ করেছে আলিপে।
চীনা সংস্থা আলিবাবার পেমেন্ট সিস্টেম আলি পে। এটি গুগল পে, আমাজন পে এর মতই একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। চীনে এই পেমেন্ট সিস্টেম বেশ জনপ্রিয়। একইসঙ্গে আলিপে স্থানীয় মেরেজ অ্যাপ্লিকেশন চালায়। বিয়ে করতে ইচ্ছুক যুবক-যুবতীরা এই অনলাইনে আবেদন করতে পারে। সাম্প্রতিককালে দেখা গিয়েছে লকডাউন ওঠার পরই বিয়ে করার ধুম লেগেছে উহানে।
Didn't expect the strong demand for marriage services after an earlier surge in divorce appointments ????????♂️. Our surprised engineers have fixed things. https://t.co/01NJHZbyeV
— Alipay (@Alipay) April 8, 2020
জানা গিয়েছে, প্রায় ৩০০ গুণ ট্রাফিক বেড়ে গিয়েছে তাদের অ্যাপ্লিকেশনে। কাজেই, মুখ থুবড়ে পড়েছে আলিপে। অত্যাধিক ট্রাফিক থাকার কারণে খুলছেই না ওয়েবসাইট। অগত্যা দেরি হচ্ছে শুভ কাজে।
তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ওয়েবসাইট ক্র্যাশ করেনি একই সঙ্গে বহুজন ওয়েবসাইটে ঢোকার কারণে সাইট খুলতে দেরি হচ্ছে। লকডাউন এর কারণে প্রায় তিন মাস পিছিয়ে গিয়েছে বিয়ে। তাই এখন বিন্দুমাত্র দেরি না করে বিয়ের তারিখ পেতে উঠে পড়ে লেগেছেন উহানের যুবক-যুবতীরা।