Advertisment

Electric Passenger Vehicle: চাহিদা আকাশছোঁয়া! অ্যালয় হুইল সহ বাজারে এল নতুন ই-রিকশা, প্রতি কিলোমিটারে খরচ ৬ পয়সা!

ভারতের বাজারে ইভির চাহিদা আকাশছোঁয়া! যানবাহনগুলি এখন সম্পূর্ণভাবে দেশে তৈরি হচ্ছে। এর সঙ্গে ভারতে তৈরি গাড়ির চাহিদা বাড়ছে।

IE Bangla Tech Desk এবং Sayan Sarkar
New Update
"passenger vehicle, E rickshaw, electric vehicle, made in India, electric passenger vehicle, New e-rickshaw, Lohia electric passenger vehicle, Lohia E rickshaw, Make in India

নাম মাত্র খরচে বাজারে এল এই ই-রিকশা

Electric Passenger Vehicle: ভারতের বাজারে ইভির চাহিদা আকাশছোঁয়া! যানবাহনগুলি এখন সম্পূর্ণভাবে দেশে তৈরি হচ্ছে। এর সঙ্গে ভারতে তৈরি গাড়ির চাহিদা বাড়ছে।

Advertisment

ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। পাশাপাশি,১০০ শতাংশ মেক ইন ইন্ডিয়া পণ্য তৈরির চাহিদাও বাড়ছে। এরই ধারাবাহিকতায় ভারতে তৈরি একটি বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ি বাজারে এসেছে। Lohia নিয়ে এসেছে নতুন বৈদ্যুতিক ই-রিকশা।

এই ই-রিকশাটিতে 51.2 V, 105 AH লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে। যাতে অনায়াসেই মিলবে 80 থেকে 90 কিলোমিটার রেঞ্জ। এই যাত্রীবাহী ই-রিকশার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার। এই ই-রিকশাতে 4PR টায়ার এবং অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। লোহিয়ার দাবি, এই ই-রিকশা সম্পূর্ণ ভারতেই তৈরি করা হবে। ই-রিকশার ব্যাটারি চার্জ করতে সময় লাগে 9 থেকে 10 ঘণ্টা। যেখানে লিথিয়াম ব্যাটারি চার্জ হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই ইভিতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে।

Mahindra Treo Yaari

ইতিমধ্যে মাহিন্দ্রার ই-রিকশাও বাজারে রয়েছে। এই ই-রিকশার রক্ষণাবেক্ষণ খরচ প্রতি কিলোমিটারে 6 পয়সা। এই রিকশাটিতে 48V, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেখানে এই বৈদ্যুতিক গাড়িটি চার্জ হতে 2 ঘন্টা 30 মিনিট সময় নেয়।

< TVS jupiter 110cc vs Honda activa 110: উন্নত ফিচারের সঙ্গে পান সেরা মাইলেজ, দামের দিক থেকে কোন স্কুটারে পাবেন এক্সট্রা বেনিফিট? >

মিনি মেট্রো ই রিকশা

মিনি মেট্রো ই-রিকশাও নতুন বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে। মিনির এই ই-রিকশা 110 কিলোমিটার রেঞ্জ দেয়। এটি চার্জ করতে 8 ঘন্টা সময় লাগে। এই বৈদ্যুতিক রিকশায় সহজেই চারজন বসতে পারবেন।

Electric Vehicle
Advertisment