Advertisment

Lunar Eclipse 2022 Date, Timings in India: বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে কীভাবে দেখবেন, জানুন খুঁটিনাটি

Lunar Eclipse (Chandra Grahan) May 2022 Date, Timings: গ্রহণের আগে এই বিষয়গুলি সম্পর্কে জেনে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Lunar Eclipse 2022 Date, Timings in India

Lunar eclipse 2022: নাসা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করবে।

Chandra Grahan 2022 Date and Time: বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণের পর এবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান হবে। আগামী ১৫ মে এবং ১৬ মে এই চন্দ্রগ্রহণ হবে। গ্রহণের আগে এই বিষয়গুলি সম্পর্কে জেনে নিন।

Advertisment

কবে হচ্ছে চন্দ্রগ্রহণ

২০২২-এর প্রথম চন্দ্রগ্রহণ এই সপ্তাহান্তে ১৫ মে এবং ১৬ মে হবে। ভারতীয় সময় ১৬ মে সকাল ৭.০২ মিনিটে গ্রহণ লাগবে। গ্রহণ ছাড়বে বেলা ১২.২০ নাগাদ। তবে এবারের চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না।

কী ভাবে দেখবেন চন্দ্রগ্রহণ

যদি আপনি আপনার এলাকায় গ্রহণ দেখতে না পারেন তাহলে আপনি লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন নাসার ওয়েবসাইয়ে। নাসা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করবে।

অন্যান্য তথ্য

বস্তুত চন্দ্রগ্রহণ হয় যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে। যার ফলে সূর্যরশ্মি চন্দ্রপৃষ্ঠে পড়ে না। ফলে চন্দ্রপৃষ্ঠ অন্ধকার হয়ে যায়। রক্তাভ চন্দ্রগ্রহণ বা ব্লাড মুনের ক্ষেত্রে একটি লাল আভা চাঁদের পৃষ্ঠে দেখা যায়। যার ফলে এক মহাজাগতিক সৌন্দর্যের সৃষ্টি হয়।

এবছর দুটি চন্দ্রগ্রহণের একটি ১৬ মে হবে। পরের চন্দ্রগ্রহণটি ৮ নভেম্বর দেখা যাবে।

lunar eclipse
Advertisment