Advertisment

Mahakumbh 2025 Google Search: 'মহাকুম্ভ' সার্চ করুন, পুষ্পবৃষ্টি হবে আপনার মোবাইল, ল্যাপটপের স্ক্রিনে, অনন্য ভাবনা Google-এর

Mahakumbh 2025 Google Search: গুগলে 'মহাকুম্ভ' সার্চ করলেই পুষ্পবৃষ্টি। আপনার ডেস্কটপ বা মোবাইলেও বিশেষ এই অ্যানিমেশনটি উপভোগ করতে পারবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
 google showing special animation on Mahakumbh 2025

'মহাকুম্ভ' সার্চ করুন, পুষ্পবৃষ্টি হবে আপনার মোবাইল, ল্যাপটপের স্ক্রিনে, অনন্য ভাবনা Google-এর Photograph: (ফাইল ছবি)

Mahakumbh 2025 Google Search:  ধর্মীয় বিশ্বাসের মহান উৎসব, মহাকুম্ভ, শুরু হয়েছে। ১৩ জানুয়ারি শুরু হওয়া বিশ্বের বৃহত্তম এই উৎসব চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কোটি কোটি ভক্ত মহাকুম্ভের পূণ্যস্নানে অংশ নেবেন।  গুগলও এখন 'মহাকুম্ভ সেলিব্রেশনে' সামিল হয়েছে।  গুগলে 'মহাকুম্ভ' সার্চ করলেই পুষ্পবৃষ্টি। আপনার ডেস্কটপ বা মোবাইলেও বিশেষ এই অ্যানিমেশনটি উপভোগ করতে পারবেন। 

Advertisment

গুগলে মহাকুম্ভ সার্চ করলেও আপনার স্ক্রিন জুড়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে পড়বে। মনোরম এই মুহূর্ত উপভোগ করতে, আপনাকে আপনার মোবাইল বা ডেস্কটপে গুগল সার্চ ওপেন করতে হবে।  এরপর,  হিন্দি বা ইংরেজিতে "মহাকুম্ভ" লিখুন। এবার আপনি সার্চে ক্লিক বা ট্যাপ করার সাথে সাথেই সার্চ রেজাল্ট স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গেই  গোলাপের পাপড়ি ঝরে পড়তে শুরু করবে। 

এই অ্যানিমেশনের পাশাপাশি, স্ক্রিনের নীচে তিনটি অপশন দেখতে পাবেন।  প্রথমটি ক্লিক করে এই অ্যানিমেশনটি বন্ধ করতে পারবেন । পরেরটিতে যত ক্লিক করবেন গোলাপের পাপড়ির সংখ্যা তত বাড়বে। তৃতীয় অপশন ক্লিক করে এই অ্যানিমেশনের স্ক্রিনটি শেয়ার করা যাবে নিজের কাছের মানুষের সঙ্গে। 

 ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে বিশ্বের এই বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন কমপক্ষে  ৪০ কোটি পূণার্থী। এর পাশাপাশি দেশ-বিদেশ থেকেও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ভিড় জমাচ্ছেন অজস্র ভক্তবৃন্দ। পর্যটন খাতে জোয়ার আনতে চলেছে এই মহাকুম্ভ মেলা। ২ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে এই মহাকুম্ভ উপলক্ষ্যে। এমনই রিপোর্ট সামনে এসেছে। 

Advertisment
Mahakumbh 2025
Advertisment