Advertisment

Mahindra Group Electric Cars: বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে 'বিস্ফোরণের' প্রস্তুতি, কবে বাজারে আসছে নতুন Mahindra EV?

ভারতের বাজারে মাহিন্দ্রার গাড়ি বেশ জনপ্রিয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Mahindra, electric car, XUV 400, EV batteries, EV, Electric Cars in India, Mahindra Electric car, Mahindra Electric car come in 2025, EV batteries in India, Mahindra make EV batteries locally,

ভারতের বাজারে মাত্র একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। মাহিন্দ্রা এখন ভারতেই তার গাড়ির জন্য ইভি ব্যাটারি তৈরি করতে চলেছে।


Mahindra Group Electric Cars: Mahindra Group এ পর্যন্ত ভারতের বাজারে মাত্র একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। মাহিন্দ্রা এখন ভারতেই তার গাড়ির জন্য ইভি ব্যাটারি তৈরি করতে চলেছে।

Advertisment

ভারতের বাজারে মাহিন্দ্রার গাড়ি বেশ জনপ্রিয়। মাহিন্দ্রা ২০২৫ সালে বাজারে একটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। এই গাড়িগুলি তৈরি করার সময়, Mahindra সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানি ভারতে তার বৈদ্যুতিক গাড়িগুলির জন্য ব্যাটারিও তৈরি করবে৷ এই কাজে মাহিন্দ্রা তার বিশ্বব্যাপী প্রযুক্তিবিদদের সাহায্যও নেবে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির এমডি ও সিইও অনীশ শাহ।

পিটিআই-এর সাথে কথা বলার সময়, অনীশ শাহ বলেছিলেন যে 'ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়তে চলেছে। এর পরিপ্রেক্ষিতে, গাড়ি নির্মাতারা EV ব্যাটারি সেলগুলির স্থানীয় উত্পাদনের জন্য বিশ্বব্যাপী বড় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের দিকে তাকিয়ে আছে মাহিন্দ্রা।

বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে বিস্ফোরণের জন্য প্রস্তুতি
মাহিন্দ্রা এখনও ইলেকট্রিক গাড়ির বাজারে তার ছাপ ফেলেনি। এদিকে Tata Motors ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। Mahindra এখনও পর্যন্ত XUV400 বাজারে একটি মাত্র ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। এখন নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা করছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে, মাহিন্দ্রা ইলেকট্রিক গাড়ির বাজারে আলোড়ন ফেলতে চাইছে৷ এর পাশাপাশি মাহিন্দ্রা ভারতে তার গাড়িতে ব্যবহৃত ব্যাটারিও তৈরি করতে চলেছে।

আরও পড়ুন : < iPhone on Discount Price: এত সস্তায় iPhone 15! চমকে যাওয়ার মত ডিল, অফার iPhone 14, iPhone 13-তেও! >

মাহিন্দ্রার ইভি প্ল্যান কী?
মাহিন্দ্রার এমডি এবং সিইও বলেছেন যে '২০৩০ সালের মধ্যে, মাহিন্দ্রা যতটা সম্ভব বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার চেষ্টা করবে'। অনীশ শাহ আরও বলেছেন যে 'ভারতে ইভি ব্যাটারি তৈরি করা আমাদের বৈদ্যুতিক গাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে'।

বাজারে তার বৈদ্যুতিক যানবাহন আনার বিষয়ে, সিইও অনীশ শাহ বলেছেন যে 'কোম্পানীর বৈদ্যুতিক গাড়ি বিভাগে টেক অফ করতে আগামী তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে'। বৈদ্যুতিক গাড়ির বাজারে সমস্যা আনিস শাহ বলেন, 'আজকালকার দিনে ইভি চার্জিং পয়েন্ট সব জায়গায় নেই, যা সময়ের সঙ্গে বাড়াতে হবে। আমরা যদি বৈদ্যুতিক গাড়ির চাহিদা দেখি, তাহলে ইভি চার্জিং পরিকাঠামো বাড়ানো দরকার'।

Tech News Ananda mahindra Electric Vehicle
Advertisment