AC Proper Temperature: বাইরে ৪০ডিগ্রি হলে ঘরের ভিতরে এসির তাপমাত্রা কত রাখা উচিত, জানেন না ৯৯ শতাংশ মানুষ'ই

AC Proper Temperature: মে মাস পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র গরমের দাপট। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় অনেকেই বাড়িতে এসি চালিয়ে স্বস্তির পথ খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

AC Proper Temperature: মে মাস পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র গরমের দাপট। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় অনেকেই বাড়িতে এসি চালিয়ে স্বস্তির পথ খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
may-month-ac-temperature-guide-electricity-saving

কত ডিগ্রিতে এসি চালালে মিলবে দারুণ তৃপ্তি, কমবে বিদ্যুৎ বিলও!

AC Proper Temperature: গরমে স্বস্তি চাই? মে মাসে কত ডিগ্রিতে এসি চালালে মিলবে দারুণ তৃপ্তি, কমবে বিদ্যুৎ বিলও!

Advertisment

মে মাস পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র গরমের দাপট। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় অনেকেই বাড়িতে এসি চালিয়ে স্বস্তির পথ খোঁজার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ঠিক কত ডিগ্রিতে এসি চালালে তৃপ্তির সঙ্গে সঙ্গে কমবে বিদ্যুৎ বিল।—সেই প্রশ্নই এখন ঘুরপার খাচ্ছে অনেকের মনে।

হিরো বাজাজকে ১০ গোল! এই ভারতীয় কোম্পানির স্কুটারকেই বিশ্ব সালাম জানাল

বিশেষজ্ঞদের মতে, মে থেকে জুলাই—এই সময়টায় ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। এসিই একমাত্র ভরসা হয়ে ওঠে তীব্র গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তবে অনেকেই না বুঝেই এসির তাপমাত্রা খুব কম সেট করে ফেলেন, যার ফলে বাড়ে বিদ্যুৎ বিল এবং কমে এসির আয়ু।

Advertisment

কত ডিগ্রি তাপমাত্রায় চালাবেন এসি?
বিদ্যুৎ বিভাগ এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এসির আদর্শ তাপমাত্রা হওয়া উচিত ২২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
যদি বাইরে প্রচণ্ড গরম থাকে (যেমন ৪৫ ডিগ্রি), আর ঘরের ভিতরে তাপমাত্রা হয় ৩২ ডিগ্রি, তাহলে এসির তাপমাত্রা সেট করা উচিত অন্তত ২৩-২৪ ডিগ্রিতে—অর্থাৎ ঘরের তাপমাত্রার চেয়ে ৮-৯ ডিগ্রি কম। এই ব্যবধান বজায় রাখলে দ্রুত শীতলতা যেমন মিলবে, তেমনই বিদ্যুৎ খরচও কম হবে।

এক ডিগ্রি কমালে কতটা বাড়ে বিল?
গবেষণা বলছে, এসির তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি কমালে বিদ্যুৎ খরচ প্রায় ৫-১০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে ২০ বা ২১ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো যতই আরামদায়ক মনে হোক, সেটি দীর্ঘমেয়াদে খরচসাধ্য হয়ে উঠতে পারে।

ঘর দ্রুত ঠান্ডা করতে চাইলে কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, এসি চালানোর সঙ্গে সঙ্গে ধীর গতিতে ফ্যান চালানো উচিত। ফ্যানের বাতাস ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া ছড়িয়ে দেয়, ফলে ঘর অনেক দ্রুত ঠান্ডা হয় এবং এসির উপর অতিরিক্ত চাপ পড়ে না।

সতর্ক থাকুন, আরামও পাবেন, সাশ্রয়ও করবেন
সঠিক তাপমাত্রায় এসি চালালে শরীর সুস্থ থাকে, বিদ্যুৎ খরচ কম হয় এবং এসিও দীর্ঘদিন ভালোভাবে কাজ করে। তাই গরমে স্বস্তি পেতে হলে শুধু এসি চালানো নয়, সঠিক পদ্ধতিতে এসি চালানোই বুদ্ধিমানের কাজ।

হিরো, ওলার সব গর্ব ভেঙে যাবে? সস্তার ই-স্কুটারে তোলপাড়! বাজার কাঁপাবে কোন ব্র্যান্ড?

Air Conditioner air conditioner machine air condition machine maintenance air coller