Advertisment

ঘড়ি বলে দেবে শরীরের তাপমাত্রা

এমনকি বিপদ আপনার থেকে কত দূরে সে সম্পর্কেও জানান দিতে সদা প্রস্তুত থেকেছে প্রযুক্তি যেমন আরোগ্য সেতু অ্যাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা ভাইরাসের সময় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। যার মারফত ঘরে থেকেও মানুষ বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছে। এমনকি বিপদ আপনার থেকে কত দূরে সে সম্পর্কেও জানান দিতে সদা প্রস্তুত থেকেছে প্রযুক্তি যেমন আরোগ্য সেতু অ্যাপ।

Advertisment

সম্প্রতি একটি স্মার্ট ওয়াচ বাজারে লঞ্চ হয়েছে, যা আপনার শরীরের তাপমাত্রা মাপতে পারবে। নির্মাণ সংস্থা GOQii। আপনার শরীরের তাপমাত্রা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে জানান দেবে ঘড়ি। যা কভোড-১৯ আক্রান্ত হওয়ার প্রথম স্টেজ। উল্লেখ্য, সব জ্বল করোনার উপসর্গ নয়। ঘড়িটি পরে যদি দেখান আপনার জ্বর হয়েছে, তাহলে আপনি আগাম সতর্ক থাকতে পারবেন। এটি স্ক্রনিং ডিভাইস, কোনো মেডিক্যাল ডিভাইস নয় বলে জানিয়েছে নির্মাণ সংস্থা।

publive-image GOQii

শুধু শরীরের তাপমাত্র নয়, এই ঘড়ি আপনার হৃদস্পন্দন থেকে শুরু করে স্টেপস, ঘুমের সময় সহ আরও অনেক ফিচার রয়েছেষ জানা গিয়েছে রক্তচাপ, শরীরে শর্করার পরিমাণও জানিয়ে দেবে ঘড়ি।

এর দাম ৩,৯৯৯ টাকা। আগামী দিনে অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যাবে। ইতিমধ্যে মুম্বই পুলিশের জন্য ১০০০ ঘড়ি তৈরির অর্ডার পৌঁছে গিয়েছে। এর ব্যাটারি লাইফ থাকবে ৭ দিন।

Read the full story in English

smartwatch
Advertisment